1. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  2. m.editor.priyoalo@gmail.com : Farhadul Islam : Farhadul Islam
  3. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
  4. imran.vus@gmail.com : Sabana Akter : Sabana Akter
বইমেলায় বাস্তবতা পেল লায়ন জয়া জাহান চৌধুরীর “বাস্তব জীবন” - প্রিয় আলো

বইমেলায় বাস্তবতা পেল লায়ন জয়া জাহান চৌধুরীর “বাস্তব জীবন”

  • আপডেট সময় রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৮
  • ২৫০
1111

“বাস্তব জীবন” উপন্যাসের প্রচ্ছদ

এম.কে.ত্বহাঃ  অমর একুশে বই মেলায় লায়ন জয়া জাহান চৌধুরীর উপন্যাস “বাস্তব জীবন” প্রকাশিত হয়েছে।
এই উপন্যাস প্রকাশিত হয়েছে- সামাজিকতা,অর্থনীতি ,রাজনীতি, প্রেম-ভালবাসা এবং দেশের অবকাঠামোগত উন্নয়নসহ সব কিছুর বাস্তবতার আলোকে।  লেখিকা এ কারনেই বইটির নাম দিয়েছেন “বাস্তব জীবন”। যেখানে সত্যিকার অর্থেই উন্মোচিত হয়েছে বাস্তব জীবনের সফল-অসফল হওয়ার সময়োপযোগী ঘটনা এবং বর্ণনা।

লেখিকা “লায়ন জয়া জাহান চৌধুরী”র প্রথম কাব্যগ্রন্থ “বন্ধুত্ব” প্রকাশ হওয়ার পর ব্যাপক সাড়া পড়েছিল কাব্য প্রেমিকদের মনে। এরই ধারাবাহিকতায় বাস্তব জীবনের স্বাদ মানুষের মনে আগে থেকেই গেঁথে দেয়ার জন্য এবার উপন্যাস ধর্মী বই “বাস্তব জীবন” বাস্তবতায় প্রকাশিত হল।

ছবিঃ “বাস্তব জীবন” উপন্যাসের লেখিকা লায়ন জয়া জাহান চৌধুরী

তরুণ প্রজন্মের অনুপ্রেরণা এবং অসংখ্য মানুষের প্রতি ভালোবাসার দায়বদ্ধতা থেকে প্রকাশিত ব্যতিক্রমধর্মী উপন্যাস “বাস্তব জীবন” পাঠক প্রিয়তা পাবে বলেই লেখিকা আশাবাদ ব্যক্ত করে মহান স্রষ্টার প্রতি শুকরিয়া জ্ঞাপন করেন। এবং বইমেলায় আসার জন্য দেশের সবার প্রতি বিনীত অনুরোধ জানান।

রিদম প্রকাশনী থেকে এই উপন্যাসটি প্রকাশ হয়েছে। বইটি পাওয়া যাচ্ছে অমর একুশে বইমেলা-প্রাঙ্গণের  ৩৭৬ এবং ৩৭৭ নং স্টলে।

উল্লেখ্য, লেখিকা লায়ন জয়া জাহান চৌধুরী একাধারে একজন কবি, উপন্যাসিক, সাহিত্যিক, গীতিকার, এবং একজন সাহসী সাংবাদিক।

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2023.
Site Customized By NewsTech.Com
x