1. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  2. m.editor.priyoalo@gmail.com : Farhadul Islam : Farhadul Islam
  3. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
  4. imran.vus@gmail.com : Sabana Akter : Sabana Akter
বাংলা একাডেমি পুরস্কার ফেরত দিলেন জাকির তালুকদার - প্রিয় আলো

বাংলা একাডেমি পুরস্কার ফেরত দিলেন জাকির তালুকদার

  • আপডেট সময় রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
  • ১০৬
Zakir Talukder 2401280843

কথাসাহিত্যিক জাকির তালুকদার বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ফিরিয়ে দিয়েছেন। রোববার (২৮ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

পুরস্কার ফিরিয়ে দেয়ার বিষয়ে ফেসবুক পোস্টে জাকির তালুকদার লিখেছেন, ‘পাঠিয়ে দিলাম। খুব ভারমুক্ত লাগছে।’

ফেসবুক পোস্টের সঙ্গে পুরস্কার ফেরত দেয়ার আবেদন ফর্মের একটি ছবি এবং একটি চেকের পাতা সংযুক্ত করেন জাকির তালুকদার।

২০১৪ সালে কথাসাহিত্যে অবদানের জন্য বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত হয়েছিলেন জাকির তালুকদার। এ লেখক তার ‘মুসলমানমঙ্গল’ গ্রন্থের জন্য এ পুরস্কার পান। ১০ বছর পর তিনি এটি ফেরত দিলেন। তবে কি করণে এমন সিদ্ধান্ত নিয়েছেন, তা পোস্টে উল্লেখ করেননি। অনেকে জানতে চাইলে আগামীকাল জানাবেন বলেছেন।

অনেকেই তার এমন সিদ্ধান্তকে সাহসিকতার পরিচয় বলে বাহবা দিচ্ছেন। জাকির তালুকদারের উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে পিতৃগণ, কুরসিনামা, মুসলমানমঙ্গল, কবি ও কামিনী, ছায়াবাস্তব, কল্পনা চাকমা ও রাজার সেপাই।

নাটোরে বেড়ে উঠেছেন এ লেখক। পাঠ নিয়েছেন চিকিৎসাবিজ্ঞানে। বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের চিকিৎসা ও গবেষণা বিভাগে কাজ করছেন জাকির তালুকদার।

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2023.
Site Customized By NewsTech.Com
x