1. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  2. m.editor.priyoalo@gmail.com : Farhadul Islam : Farhadul Islam
  3. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
  4. imran.vus@gmail.com : Sabana Akter : Sabana Akter
রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত, বন্ধু আহত - প্রিয় আলো
শিরোনাম
ক্লাবের আর্থিক অবস্থা নিয়ে বক্তব্য, বরখাস্ত হতে পারেন জাভি ‘২৮ অক্টোবরে পালিয়ে বেসামাল হয়ে আ. লীগের বিরুদ্ধে ফখরুলের আক্রমণ’ স্বস্তির বৃষ্টিতে ভিজলো সিলেট কেএনএফ নারী শাখার অন্যতম প্রধান সমন্বয়ক গ্রেপ্তার আওয়ামী লীগ মানুষের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য দল: প্রধানমন্ত্রী বিএনপি পাকিস্তানের দালাল হয়ে জনগণকে অত্যাচার করতো: আইনমন্ত্রী রোহিঙ্গা ক্যাম্পের মূর্তিমান আতঙ্ক সন্ত্রাসী গোষ্ঠী আরসা: র‌্যাব র‍্যাবের নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে না যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতন্ত্র শেখ হাসিনার হাতেই সুরক্ষিত: খাদ্যমন্ত্রী ৬ তারিখে বাজেট দেবো, বাস্তবায়নও করবো: প্রধানমন্ত্রী

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত, বন্ধু আহত

  • আপডেট সময় রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ৫২
News 1710607992419

রাজধানীর মিরপুর সাড়ে ১১-তে ছুরিকাঘাতে মো. ফয়সাল ওরফে রাসেল (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় রাশেদ (৩০) নামে তার এক বন্ধু আহত হয়েছে।

শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনাটি ঘটে।

নিহত ফয়সাল কারচুপির কাজ করতেন। তিনি পল্লবীর ই ব্লক সেকশন ১২ মুড়াপাড়া ক্যাম্পে পরিবারের সঙ্গে থাকতেন। তার বাবা মো. শাহাদাৎ তাঁতের কাজ করেন। ৪ ভাইয়ের মধ্যে ফয়সাল তৃতীয় ছিলেন। আর রাশেদ দর্জির কাজ করেন।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল সূত্রে জানা যায়, গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে রাত পৌনে ৮টার দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে রাসেলকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেকে চিকিৎসাধীন রাশেদ বলেন, মিরপুর সাড়ে ১১-এর পুরাতন থানার সামনে তারা কয়েক বন্ধু মিলে ইফতার শেষ করে বাসার দিকে ফিরছিলেন। ওই এলাকায় তানজিলার ভাই শাহীন ও তার স্বামী কালুসহ ৮-১০ জন মিলে ধারালো ছুরি দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে তাদের আহত করে।

নিহতের বন্ধু সানাউল্লাহ বলেন, শাহিনের সঙ্গে আগের কোনো বিরোধ নিয়ে গতকাল শুক্রবার তর্ক-বিতর্ক হয়েছিল। আজ বিকেলে একই এলাকার তানজিলা নামের এক মেয়ের বাসার সামনে ফয়সাল গান গাচ্ছিল। সেটাকে ব্যঙ্গ মনে করে তানজিলা তার স্বামী ও ভাইকে রাশেদ ও ফয়সালকেকে মারার নির্দেশ দিয়েছে।

নিহতের বাবা মো. শাহাদাৎ বলেন, ‘খবর পাই ওই এলাকার শাহীন ও কালুসহ বেশ কয়েক জন তার ছেলেকে ছুরিকাঘাতে আহত করেছে। পরে খবর পেয়ে ঢামেক হাসপাতালে এসে ছেলেকে মৃত অবস্থায় দেখতে পাই।’

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ, পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহটি ঢামেক হাসপাতালের মর্গে রাখা আছে। বিষয়টি পল্লবী থানাকে জানানো হয়েছে।

পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) মো. জহিরুল ইসলাম বলেন, তানজিলাকে নিয়ে বাসার সামনে গান গেয়েছিল, সেটাকে কেন্দ্র তার স্বামী ও ভাই এ হত্যাকাণ্ডটি ঘটিয়েছে বলে নিহতের পরিবার দাবি করেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা আছে। আহত রাশেদ ঢামেকে চিকিৎসাধীন আছেন। এ হত্যাকাণ্ডের বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে।

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2023.
Site Customized By NewsTech.Com
x