1. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  2. m.editor.priyoalo@gmail.com : Farhadul Islam : Farhadul Islam
  3. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
  4. imran.vus@gmail.com : Sabana Akter : Sabana Akter
গর্ভধারিণী মায়ের জন্য যদি কাঁদে মন.. - প্রিয় আলো
শিরোনাম
সুন্দরবনে আগুন কেন, গভীরভাবে খতিয়ে দেখার নির্দেশ প্রধানমন্ত্রীর ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচন স্থগিত উপজেলা ভোট: নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ফের হুঁশিয়ারি কাদেরের চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর সিদ্ধান্ত আপাতত নেই: জনপ্রশাসন মন্ত্রী প্রাথমিক বিদ্যালয়ের সব কার্যক্রম স্বাভাবিক হবে মঙ্গলবার চিপসের প্যাকেট ১, ডাবের খোসা ও দইয়ের পাত্র ২ টাকায় কিনবে ডিএনসিসি জেদ্দা, মক্কা ও মদিনায় সীমাবদ্ধ থাকবে হজ ভিসা সব নারী সাধু না: রিচা চাড্ডা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার গুণগত মান বাড়াতে কর্তৃপক্ষের প্রতি নির্দেশ রাষ্ট্রপতির ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সম্পৃক্ত করতে হবে: মেয়র আতিক

গর্ভধারিণী মায়ের জন্য যদি কাঁদে মন..

  • আপডেট সময় সোমবার, ১ জুলাই, ২০১৯
  • ৩৭৮
22

মায়ের প্রতি ভালোবাসা নাই যার আর আছে যার তাঁদের মধ্যে পার্থক্য বিস্তর। আকাশ হতে পাতাল কিংবা তাঁর চেয়েও বেশী। বাবা-মায়ের বাধ্যগত এবং অনুগত সন্তানের কাছে তাঁরাই বেহেশত। চলার পথের অনুপ্রেরণা। বাবা-মায়ের মুখে হাসি দেখলে দুনিয়ার সকল সুখ এসে ধরা দেয় সন্তানের মনের মাঝে। তেমনই এক মায়ের গর্বিত সুসন্তান ফরহাদুল ইসলাম। নিজেও একজন হার্টের রোগী। এখন তাঁর মা অসুস্থ। নিজে অসুস্থ হয়েই মা-কে নিয়ে ছুটছেন এই হাসপাতাল থেকে ঐ হাসপাতাল। আজ এই টেস্ট তো কাল ঐ টেস্ট। তিনি তাঁর মা-কে নিয়ে দিয়েছেন এক হৃদয় নিংড়ানো ফেইসবুক স্ট্যাটাস। তাঁর স্ট্যাটাস হুবহু তুলে ধরা হলো-

“ছোটবেলা হতে আজ অব্দি আমার অন্তরের না বলা কথাগুলো যেখানেই থাকি আর যেভাবেই থাকি, তিনি বুঝে নেন। এটি শুধু ‘রক্তের সাথে রক্তের টান’ নয়; এটি ‘হৃদপিন্ডের সাথে হৃদপিন্ডের’ কথামালা।

আর কিছুক্ষণের মধ্যেই আম্মুর ‘ওপেন হার্ট’ সার্জারি।
তিনি এখন অপারেশন থিয়েটারে।

আমার হৃদপিন্ডের ‘নিরবিচ্ছিন্ন’ কথামালার সুস্থতায়, আপনাদের দোয়া অত্যাবশ্যক।
আমাকে যারা ভালোবাসেন, আমার কাছে যারা জীবনে কিছু শিখেছেন বা আমার মত ক্ষুদ্র মানুষের দ্বারা যদি কেউ বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন; দয়াকরে আমার মায়ের সুস্থতায় মহান স্রস্টার নিকট আরোগ্য কামনা করবেন। যদি সম্ভব হয়, আপনার বসবাসরত এলাকার প্রার্থনাস্থলে দোয়া/প্রার্থনার ব্যবস্থা করবেন”।

উল্লেখ্য, ফরহাদুল ইসলাম একজন ইন্টারন্যাশনাল বিজনেস ট্রে’নার। পাশাপাশি একজন সফল উদ্যোক্তা। “টীম ফরহাদ” নামের আলোচিত স্বেচ্ছাসেবী সংগঠনের প্রধান সংগঠক এবং প্রতিষ্ঠাতাও তিনি। এছাড়াও “রেডিও ড্রিম বাংলা, কেয়ার সুপার শপ এবং ড্রিম কেয়ার স্কিল ডেভেলপমেন্ট এর প্রতিষ্ঠাতা তিনি”। পাশাপাশি জাতীয় পর্যায়ের বিভিন্ন সভা-সেমিনারে তাঁর সরব উপস্থিতি সবসময়। তাঁর হৃদয়গ্রাহী বক্তৃতা-ভাষণে কাঁপন ধরেনি মনে এমন  কোন শ্রোতা পাওয়া মুশকিল।
তিনি তাঁর মায়ের জন্য দোয়া প্রত্যাশী।

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2023.
Site Customized By NewsTech.Com
x