1. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  2. m.editor.priyoalo@gmail.com : Farhadul Islam : Farhadul Islam
  3. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
  4. imran.vus@gmail.com : Sabana Akter : Sabana Akter
প্রিয়আলো’র বিভাগীয় প্রতিনিধি সমাবেশ এবং আলোচনা সভা অনুষ্ঠিত - প্রিয় আলো

প্রিয়আলো’র বিভাগীয় প্রতিনিধি সমাবেশ এবং আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় শনিবার, ৬ জানুয়ারী, ২০১৮
  • ২০৯
4

ম্যানেজিং এডিটর ফরহাদুল ইসলামের সাথে প্রিয়আলো পরিবারের একাংশ

প্রিয় লো ডেস্কঃ  রাজধানী ঢাকার মোহাম্মদপুরস্থ ড্রিম কেয়ার ইভেন্টের সেমিনার কক্ষে “টীম ফরহাদ” এর  পরিচালনায় গত ০৫ জানুয়ারী শুক্রবার বিকাল ০৩ ঘটিকায় “বিভাগীয় প্রতিনিধি” সমাবেশ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সিনিয়র এবং নবীন সাংবাদিকদের সমন্বয়ে “টীম ফরহাদ” এবং “রেডিও ড্রিম বাংলার ” সার্বিক সহযোগিতায় পবিত্র ধর্মীয় গ্রন্থ পাঠের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সভার উদ্বোধন ঘোষণা করেন প্রিয়আলো’র এডিটর ইন চীফ মোস্তফা কামাল ত্বহা। এরপরই দেশাত্মবোধক গানের পর্ব শেষে শুরু হয় মূল আনুষ্ঠানিকতা।

সংক্ষিপ্ত বক্তব্যে পত্রিকার হেড অব নিউজ ফয়সাল মাহমুদ বলেন, “প্রবাহমান ঘটনার গুরুত্বানুসারে সংবাদের প্রক্রিয়া সম্পন্ন শেষে সঠিক তথ্য এবং ঘটনার সত্যতা যাচাইয়ের পর তা সংবাদ পাঠকদের নিকট উপস্থাপিত হয়, এক্ষেত্রে প্রিয়আলো অগ্রণী ভুমিকা দেশের তথ্যসেবা খাতকে সমৃদ্ধ করে যাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি”।

হেড অব নিউজ ফয়সাল মাহমুদ

সাহিত্য এবং ফিচার বিভাগীয় প্রধান সম্পাদক নুরুল ইমরান বলেন, “দেশের তরুন এবং যুব সমাজের মধ্যে সাহিত্যের চর্চা এবং এর রসবোধ ছড়িয়ে দিতে পারলে সমাজে আরও বিকশিত হবে কল্যাণ এবং সৃজনশীলতার ঊর্ধ্বগতি”।

সাহিত্য এবং ফিচার বিভাগীয় প্রধান সম্পাদক নুরুল ইমরান

“বাংলাদেশ এবং রাজনীতি” বিভাগের বিভাগীয় সম্পাদক রুবেল মাহমুদ বলেন, “কোন প্রকার রাজনৈতিক লেজুড়বৃত্তি ছাড়াও যে সব কিছুকে ছাপিয়ে মানসম্মত এবং নিখুঁত সংবাদ পরিবেশন করা যায় তা প্রিয়আলো করে দেখিয়েছে”।

রাজনীতি বিভাগের বিভাগীয় সম্পাদক রুবেল মাহমুদ

আইন এবং আদালত (অপরাধ) বিভাগের বিভাগীয় সম্পাদক এডভোকেট রশীদ মোহাম্মদ মামুন বলেন, “প্রিয়আলো সর্বদা সত্যকে তুলে ধরার আপ্রাণ প্রচেষ্টা অব্যাহত রাখছে। প্রিয়আলোতে অপরাধ এবং এমনধর্মী প্রকাশিত সংবাদের প্রতিটি রেফারেন্স প্রিয়আলো কর্তৃপক্ষ সংরক্ষন করছে বলে পাঠক হৃদয়ে ইতিমধ্যেই প্রিয়আলো একটি আস্থার স্থান দখল করে নিয়েছে বলেও উল্লেখ করেন তিনি ”।

বিভাগীয় সম্পাদক এডভোকেট রশীদ মোহাম্মদ মামুন

এছাড়াও অন্যান্যদের মধ্যে সোহান আকন্দ, শাহিদুল ইসলাম শাকিল, ইলিয়াস মাহমুদ জয়, ফারহান ইসলাম বাপ্পী এবং আবু হেনা মোস্তফাও সংক্ষিপ্ত বক্তব্য পেশ করেন।

ছবির বা দিক থেকে- শাহিদুল ইসলাম শাকিল , বাপ্পী, সোহান আকন্দ এবং আবু হেনা

প্রিয়আলো’র ব্যবস্থাপনা সম্পাদক ফরহাদুল ইসলাম তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, “প্রিয়আলো একটি অনলাইন দৈনিক হলেও সকলের সহযোগিতা পেলে খুব শীঘ্রই জাতীয় দৈনিক হিসেবে আত্মপ্রকাশ করবে বলে মন্তব্য করনে। তিনি আরও বলেন- ভিন্ন পত্রিকার সাথে দ্বন্দ্ব কিংবা মানসিক অহমিকা নয় বরং সবার পরামর্শ এবং দিকনির্দেশনার আলোকে দেশের সংবাদ পরিবেশনার  মানকে আরও গতিশীল করার লক্ষে সবাইকে সাথে নিয়েই প্রিয়আলো এগিয়ে যেতে চায় তথ্য সেবার মানকে গ্রহণযোগ্যতার বিচারে অপ্রতিদ্বন্দ্বী হিসেবে গড়ে তুলতে ”।

চীফ ইন এডিটর মোস্তফা কামাল ত্বহা এবং প্রিয় আলো পরিবারের একাংশ

সমাপনী বক্তব্যে সভার সভাপতি এবং প্রিয়আলো’র প্রধান বার্তা সম্পাদক মোস্তফা কামাল ত্বহা বলেন, “বাংলাদেশের নতুন প্রজন্ম প্রিয়আলোকে শুধুমাত্র সংবাদপত্র হিসেবেই নয় বরং দেখবে সত্য এবং কল্যাণের পক্ষে লড়াকু সাংবাদিকদের নির্ভীক সংবাদ পরিবেশনের এক উৎকৃষ্ট দৃষ্টান্ত হিসেবে। সংবাদকর্মীদের সংবাদ প্রকাশ বৃদ্ধির ক্ষেত্রে তিনি বিশেষ গুরুত্বারোপ করনে। খুব দ্রুত সময়ের মধ্যেই ২৪ ঘণ্টা-ই প্রতি মুহূর্তের সংবাদ প্রকাশ করা হবে বলেও জানান তিনি।” প্রিয়আলোর ম্যানেজিং এডিটর ফরহাদুল ইসলামসহ উপস্থিত সবাইকে ধন্যবাদ এবং নতুন ইংরেজি বর্ষের শুভেচ্ছা জানিয়ে আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন টীম ফরহাদের সদস্য শাহিদুল ইসলাম শাকিল 

উল্লেখ্য, প্রতিবছর শিক্ষা কিংবা সমাজ সেবায় অবদানের জন্য একজনকে গুণীমানুষ হিসেবে সংবর্ধনা প্রদানের ধারাবাহিকতায় ২০১৭ -এ শারমিন আক্তার অশীকে বিশেষভাবে সন্মানিত করা হয়। এ সময় প্রিয় আলোর ম্যানেজিং এডিটর ফরহাদুল ইসলাম “শারমিন আক্তার অশী”কে বিশেষ উপহার প্রদান করেন।

 

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2023.
Site Customized By NewsTech.Com
x