1. citymelaltd@gmail.com : আবু হেনা : আবু হেনা
  2. foysalmahmudbd9@gmail.com : ফয়সাল মাহমুদ : ফয়সাল মাহমুদ
  3. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  4. kkomol296@gmail.com : kamrul Hossain : kamrul Hossain
  5. m.editor.priyoalo@gmail.com : Farhadul Islam : Farhadul Islam
  6. nurulimran26@gmail.com : নুরুল ইমরান : নুরুল ইমরান
  7. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
মারামারির মামলা : ইডেন ছাত্রলীগের ৩৩ নেত্রীকে অব্যাহতি - প্রিয় আলো

মারামারির মামলা : ইডেন ছাত্রলীগের ৩৩ নেত্রীকে অব্যাহতি

  • আপডেট সময় সোমবার, ১৯ জুন, ২০২৩
  • ৪৩
image-228268-1687169200

মারামারির দুই মামলা থেকে ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৩৩ জনকে অব্যাহতি দিয়েছেন আদালত।

সোমবার (১৯ জুন) এই আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদের আদালত।

এদিন আদালতে হাজির হন ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের উভয়পক্ষের নেত্রীরা। পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে আদালতে নারাজি দাখিল করেননি কোনো পক্ষই। এর ফলে অব্যাহতির আদেশ দেন আদালত।

বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের লালবাগ থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক শওকত মাহমুদ।

গত বছরের সেপ্টেম্বরে ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতি রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়ার সমর্থকদের সঙ্গে সহসভাপতিদের সমর্থকদের মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় দুই পক্ষই পাল্টাপাল্টি মামলা দায়ের করে।

এক মামলার আসামি ১৪ জন। তারা হলেন- ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের সভাপতি রিভা, রাজিয়া, কামরুন্নাহার জ্যোতি, জিন্নাত জাহান লিমা, বিজলি আক্তার, সোমা মল্লিক, শাহানা রহমান, শিরিন সুমি, ফারজানা নীলা, রিতু আক্তার, মিম ইসলাম, নুজহাত ফারিয়া রোকসানা, নূরজাহান ও আনিকা তাবাসসুম স্বর্ণা।

অপর মামলার আসামিরা হলেন- ইডেন মহিলা কলেজ ছাত্রলীগ সহসভাপতি জেবুন নাহার শিলা, মারজান আক্তার ঊর্মি, কল্পনা বেগম, সোনালী আক্তার, সুস্মিতা বাড়ৈ, সাদিয়া জাহান সাথী, জান্নাতুল ফেরদৌস, যুগ্ম-সাধারণ সম্পাদক ফাতেমা খানম বিন্তি ও সাংগঠনিক সম্পাদক সামিয়া আক্তার বৈশাখী।

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2023.
Site Customized By NewsTech.Com
x