1. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  2. m.editor.priyoalo@gmail.com : Farhadul Islam : Farhadul Islam
  3. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
  4. imran.vus@gmail.com : Sabana Akter : Sabana Akter
৮ হজ এজেন্সিকে কারণ দর্শানোর নোটিশ - প্রিয় আলো

৮ হজ এজেন্সিকে কারণ দর্শানোর নোটিশ

  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
  • ৫৮
Unnamed

বিভিন্ন অভিযোগে ৮ হজ এজেন্সিকে কারণ দর্শানো নোটিশ দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

অভিযোগের মধ্যে রয়েছে, ভিসা‌ আবেদনে সময় দেখানো ঠিকানায় হাজীদের না উঠানো, পৌঁছানোর পর সাথে গাইড না দেয়া প্রভৃতি।

সোমবার (২২ মে) ধর্ম মন্ত্রণালয়ের হজ অনুবিভাগের উপসচিব আবুল কাশেম মুহাম্মদ শাহীন স্বাক্ষরিত এক চিঠিতে এ নোটিশ দেয়া হয়।

এছাড়া এসেন্সিগুলোকে আগামী ৩ দিনের মধ্যে এ মন্ত্রণালয়ে জবাব দিতে বলা হয়েছে।

নোটিশে বলা‌ হয়, গত ২১ মে বিজি ৩০০৫ নম্বর ফ্লাইটে ৮টি এজেন্সির হজযাত্রী মক্কায় পাঠানো হয়। এসব এজেন্সি হজযাত্রীদের ভিসা যে হোটেলের ঠিকানায় করা হয়েছে সে হোটেলে তাদের না উঠিয়ে মক্কার বিভিন্ন ফিতরা করা হোটেলে তাদের উঠানো হয়।

এছাড়া মক্কার এ সব হোটেলে হজযাত্রীদের রিসিভ করার জন্য এজেন্সির কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

এদিকে বিল্লাল হোসেন নামে এক ব্যক্তিকেও শোকজ করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ, গত ২২ মে‌ বিকেল ৩টায় মদিনায় সমন্বিত হজ চিকিৎসক দলের দলনেতার নিকট রিপোর্ট করার নির্দেশনা থাকলেও‌ তিনি তা করেননি। কেন‌ তিনি অনুপস্থিত ছিলেন‌ তা আজকের (২৩ মে) মধ্যে মৌসুমি হজ অফিসার, মক্কা-আল-মোকাররমা, সৌদিআরবের নিকট দিতে হবে।

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2023.
Site Customized By NewsTech.Com
x