1. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  2. m.editor.priyoalo@gmail.com : Farhadul Islam : Farhadul Islam
  3. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
  4. imran.vus@gmail.com : Sabana Akter : Sabana Akter
৬ দফা দাবি কর্মসূচিতে ইস্ট ওয়্স্ট মেডিকেলের শিক্ষার্র্থীরা… - প্রিয় আলো

৬ দফা দাবি কর্মসূচিতে ইস্ট ওয়্স্ট মেডিকেলের শিক্ষার্র্থীরা…

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৮
  • ২১৫
Wbsrmwx

 

 

ফয়সাল মাহমুদ: প্রিয় আলো: ৬ দফা দাবিতে ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ এবং হাসপাতালের ছাত্র-ছাত্রীরা কর্মসুচী ঘোষনা করেছেন।

প্রথমেই ৬ দফা দাবির একটি স্বারকলিপি পেশ করেন ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ এবং হাসপাতালের অধ্যক্ষ বরারবর কিন্তু তাদের দাবির কথা না শুনেই কলেজ থেকে চলে যান তিনি।

অবশেষে তারা ক্লাস পরিত্যাগ করে কলেজের প্রাঙ্গনে অবস্থান নেন সকাল ১০ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত।

তারপর একে একে সবাই তাদের বাসস্থানে ফিরে যান, এক শিক্ষার্থী প্রিয় আলোকে বলেন, আমাদের দাবি গুলো না মানলে আমরা কঠোর অন্দোলন কর্মসুচি ঘোষনা করবো।

আজ যাচ্ছি ঠিকই কিন্তু কাল অর্থাৎ শনিবার(১৭-০২-২০১৮ইং) থেকে টানা অন্দোলন কর্মসূচি চলবে এবং দাবি না মানলে ক্লাস রুমে তালা লাগাবেন বলেও জানান তিনি, তাদের দাবিগুলো জানতে চাইলে তিনি একে একে তা প্রকাশ করেন,

দাবিগুলো হলো:-

১. ফাইনাল পেশাগত পরীক্ষায় অকৃতকার্য হলে বি.এম. ডি. সি নিয়ম বহির্ভূত বাড়তি ৬ মাসের বেতন বাবদ ৬৮,৪০০ টাকা  নেওয়া বন্ধ করতে হবে।

২. ১লা মার্চ ২০১৮ইং থেকে ইন্টার্ন ডাক্তারদের (এম.বি.বি.এস) ভাতা সর্বনিম্ন ১৬,০০০ টাকা করতে হবে এবং প্রতি মাসের ৫ তারিখের মধ্যেই দিতে হবে।

৩. প্রতি বছর ইয়ার চেঞ্জ নামে আদায়কৃত বাড়তি ৩০,০০০  টাকা নেওয়া বন্ধ করতে হবে ।

৪. সকল শিক্ষার্থীদের জন্য চিকিৎসা এবং ল্যাব পরীক্ষা সুবিধা সম্পূর্ণ ফ্রি দিতে হবে এবং সকল শিক্ষার্থীদের অভিবাবকদের চিকিৎসা এবং ল্যাব পরীক্ষায় ৫০% ছাড় দিতে হবে ।

৫. কলেজের ডাক্তার, শিক্ষক এবং ছাত্র ছাত্রীদের জন্য আলাদা ক্যাফেটেরিয়ার ব্যবস্থা করতে হবে।

৬. কলেজ ভবনের ৬ষ্ট, ৭ম ও অষ্টম তলায় হোস্টেল স্থানান্তর করার পূর্বে লিফট সংযোজন, ডাইনিং এর ব্যবস্থা করতে হবে এবং ইন্টার্ন ডাক্তারদের হোস্টেলে থাকা, খাওয়ার জন্য বাধ্য করা যাবে না।

 

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2023.
Site Customized By NewsTech.Com
x