1. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  2. m.editor.priyoalo@gmail.com : Farhadul Islam : Farhadul Islam
  3. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
  4. imran.vus@gmail.com : Sabana Akter : Sabana Akter
২৩ রোহিঙ্গার খাদ্য সহায়তা বন্ধ করলো ইউএনএইচসিআর - প্রিয় আলো

২৩ রোহিঙ্গার খাদ্য সহায়তা বন্ধ করলো ইউএনএইচসিআর

  • আপডেট সময় মঙ্গলবার, ৬ জুন, ২০২৩
  • ৮৪
Cox 2306060333

বাংলাদেশ-মিয়ানমারের মধ্যে চলমান আলোচনায় প্রত্যাবাসনে স্বেচ্ছায় সম্মতি দেওয়া ৪ পরিবারের ২৩ রোহিঙ্গাকে খাদ্য সহায়তা প্রদান বন্ধ করেছে জাতিসংঘের শরাণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর।

সোমবার (৫ জুন) সকাল থেকে তাদের খাদ্য সহায়তা বন্ধ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মো. মিজানুর রহমান।

তিনি বলেন, ‘পাইলট প্রকল্পে প্রত্যাবাসনে রাজি হয়েছে এই ৪ টি পরিবার। চার পরিবারে রয়েছে ২৩ সদস্য। সোমবার সকাল থেকে তাদের খাদ্য দেওয়া বন্ধ করা হয়েছে। কিন্তু কি কারণে বন্ধ করেছে তা ইউএনএইচসিআর এর পক্ষ থেকে জানানো হয়নি। তাদের সাথে আলোচনা হচ্ছে।’

তবে এসব রোহিঙ্গাদের বিকল্প ব্যবস্থায় খাদ্য সহায়তা দেয়া হচ্ছে বলেও জানান তিনি।

এব্যাপারে ইউএনএইচসিআর এর কক্সবাজার অফিসের উপ-প্রধান ইখতিয়ার উদ্দিন বায়েজিদ জানান, ৪ পরিবারের খাদ্য সহায়তা বন্ধ করার বিষয়টি সত্য। তবে কেন বন্ধ করা হয়েছে এ বিষয়ে আজ (মঙ্গলবার) উর্ধ্বতন কর্মকর্তারা গণমাধ্যমের সাথে আলাপ করবেন।

৪ পরিবার হলো: আমির হোসেনের পরিবার (৫ জন), মোহাম্মদ হাসানের পরিবার (৭ জন), হোসন জোহারের পরিবার (৫ জন) এবং মোহাম্মদ হাসানের পরিবার (৬ জন)।

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2023.
Site Customized By NewsTech.Com
x