1. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  2. m.editor.priyoalo@gmail.com : Farhadul Islam : Farhadul Islam
  3. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
  4. imran.vus@gmail.com : Sabana Akter : Sabana Akter
১ রানের নির্মম বাস্তবতায় হারল বাংলাদেশ ! আজও খেলেননি নাসির - প্রিয় আলো

১ রানের নির্মম বাস্তবতায় হারল বাংলাদেশ ! আজও খেলেননি নাসির

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০১৬
  • ১৮২
Win1458749868

ক্রীড়া ডেস্ক : বিWin1458749868শ্বকাপের সুপার টেনের তৃতীয় ম্যাচে ভারতের মুখোমুখি হয় বাংলাদেশ।

 

বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে টস নামক ভাগ্য পরীক্ষায় উত্তীর্ণ হন মাশরাফি বিন মুর্তজা।  তিনি ভারতের অধিনায়ক ধোনিকে ব্যাট করতে আমন্ত্রণ জানান।

 

টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৬ রান সংগ্রহ করে ভারত। বাংলাদেশ ১৪৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৫ রানে থামে। ফলে ১ রানে হেরে যায় বাংলাদেশ।

 

দলীয় ১১ রানে অশ্বিনের বলে পান্ডের হাতে ক্যাচ দিয়ে আউট হন মিথুন আলী (১)। এরপর দলীয় ৫৫ রানে জাদেজার বল এগিয়ে এসে খেলতে গিয়ে স্ট্যাম্পড হন তামিম ইকবাল (৩২)।

 

দলীয় ৬৯ রানে রায়নার বলে স্ট্যাম্পড হন সাব্বির রহমান (২৬)। ৮৭ রানের মাথায় জাদেজার বলে বোল্ড হয়ে যান মাশরাফি (৬)। আর ৯৫ রানের মাথায় অশ্বিনের বলে রায়নার হাতে ক্যাচ দিয়ে আউট হন সাকিব আল হাসান (২২)।

 

১২৬ রানের মাথায় আউট হন সৌম্য সরকার। ১৪৫ রানের মাথায় মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম আউট হন। শেষ বলে জয়ের জন্য ২ রান প্রয়োজন ছিল। কিন্তু বাংলাদেশ সেটা নিতে ব্যর্থ হয়। শেষ বলে রান আউটে কাটা পড়েন মুস্তাফিজুর রহমান। ফলে ১ রানে হেরে যায় বাংলাদেশ।

উল্লেখ্য, গত ম্যাচে সাকলাইন সজীব ৩.৩ ওভারে ৪০ রান দিয়ে উইকেট শুন্য থাকার সুবাদে তাঁর বদলি খেলোয়াড় হিসেবে আজ তামিম ইকবালে খেলেন। কিন্তু মিথুন আলীর বদলে রহস্যজনকভাবে অলরাউন্ডার নাসির হোসেনকে বসিয়ে রাখা হয়েছে! শেষ বলে যখন এক বলে এক রান নিলেও ম্যাচ ড্র ঠিক সেই বলটিতে শুভাগত ব্যাটের ছোঁয়া পর্যন্ত লাগাতে পারেননি !!! ফলশ্রুতিতে এক রানের নির্মম হারের সাথে সাথে সেমিফাইনাল থেকেও ছিটকে গেল এশিয়া কাপের পর পর দুইবারের ফাইনালে খেলা বাংলাদেশ।

 

 

বাংলাদেশ দলে আজ একটি পরিবর্তন আছে। সাকলাইন সজীবের পরিবর্তে দলে ঢুকছেন তামিম ইকবাল। ভারত দলে আজ কোনো পরিবর্তন নেই। পাকিস্তানের বিপক্ষে ইডেন গার্ডেনে যে দল নিয়ে মাঠে নেমেছিল সেই অপরিবর্তিত দল নিয়েই আজ খেলছে তারা।
বাংলাদেশ দল: মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, মোহাম্মদ মিথুন, সাব্বির রহমান, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, শুভাগত হোম চৌধুরী, মাহমুদউল্লাহ রিয়াদ, আল-আমিন হোসেন, মুস্তাফিজুর রহমান।

 

ভারতীয় দল: রোহিত শর্মা, শেখর ধাওয়ান, বিরাট কোহলি, সুরেশ রায়না, যুবরাজ সিং, মহেন্দ্র সিং ধোনী, হার্দিক পান্ডিয়ে, রবিন্দ্রর জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, আশিষ নেহরা, জাসপ্রিত বুমরাহ।Win1458749868

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2023.
Site Customized By NewsTech.Com
x