1. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  2. m.editor.priyoalo@gmail.com : Farhadul Islam : Farhadul Islam
  3. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
  4. imran.vus@gmail.com : Sabana Akter : Sabana Akter
১৪ লাখ টাকা খরচ করে ‘কুকুর হলেন’ যুবক - প্রিয় আলো

১৪ লাখ টাকা খরচ করে ‘কুকুর হলেন’ যুবক

  • আপডেট সময় বুধবার, ২৫ মে, ২০২২
  • ১২৭
Toko Kukur

শখের তোলা নাকি ৮০ টাকা। আর এরই প্রমাণ দিয়েছেন জাপানিজ যুবক টোকো। ২০ লাখ ইয়েন (জাপানি মুদ্রা) খরচ করে তিনি নিজেকে কুকুরে পরিণত করেছেন। যা বাংলাদেশি টাকায় ১৩ লাখ ৮৩ হাজার টাকা।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয় হয়, কোনো সার্জারির মাধ্যমে নিজেকে কুকুরে পরিণত করেননি টোকো। তিনি কুকুরের মতো পোশাক ও আনুষঙ্গিক বস্তুর সমন্বয়ে নিজেকে কুকুর হিসেবে উপস্থাপন করেছেন।

জাপানিজ যুবক টোকোর ছোট থেকেই কুকুরের প্রতি আকর্ষণ ছিল। বহুদিন ধরে তার শখ ছিল নিজেকে কুকুরে পরিণত করার। অবশেষে এক কস্টিউম ডিজাইনিং সংস্থার সঙ্গে যোগাযোগ করেন তিনি। তার আবদার এমন একটি কস্টিউম তাকে তৈরি করে দিতে হবে যা দেখে হুবহু তাকে কুকুরের মতোই লাগে।

পরে টোকোর কথা মতো ওই কস্টিউম ডিজাইন সংস্থা তার জন্য কুকুরের মতো পোশাক তৈরি করে। এ জন্য সংস্থাটিককে দিতে হয় ২০ লাখ ইয়েন।

এদিকে, ওই পোশাকব পেয়ে তা পরেন টোকো। তাকে দেখতে হুবহু কুকুরের মতো দেখায়। কেউই টোকোকে দেখে মানুষ মনে করবে না এমন দেখা যায় তাকে। এমন ঘটনা ভাইরাল হতেই তোলপাড় শুরু হয় সামাজিক যোগাযোগমাধ্যমে।

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2023.
Site Customized By NewsTech.Com
x