1. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  2. m.editor.priyoalo@gmail.com : Farhadul Islam : Farhadul Islam
  3. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
  4. imran.vus@gmail.com : Sabana Akter : Sabana Akter
হতাশায় বেপরোয়া হয়ে গেছে বিএনপি : ওবায়দুল কাদের - প্রিয় আলো

হতাশায় বেপরোয়া হয়ে গেছে বিএনপি : ওবায়দুল কাদের

  • আপডেট সময় শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৭
  • ২৩০
37

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নির্বাচনে ভুল করে, আন্দোলনে ব্যর্থ হয়ে হতাশায় বেপরোয়া হয়ে গেছে।

তিনি বলেন, ‘বিএনপি এখন বেপরোয়া চালকের মতোই বেপরোয়া একটি রাজনৈতিক দল। আমি জানি না, বিএনপি কখন কোন দুর্ঘটনা রাজনীতিতে ঘটিয়ে বসে।’

শুক্রবার দুপুরে রাজধানীর কাকরাইল মোড়ে ঢাকা দক্ষিণ যুবলীগের উদ্যোগে ‘যুবজাগরণ লাইব্রেরি ও গবেষণা কেন্দ্রের’ উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনায় জনস্বার্থের কথা বিবেচনা করে আমরা নতুনভাবে রাজনীতিকে ঢেলে সাজানোর কাজ শুরু করেছি।’

নেতা-কর্মীদের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, ‘রাজনীতিতে নিজেদের যোগ্যতা অর্জন করে বড় হতে হবে। তার জন্য লেখাপড়া করতে হবে। পাঠ্যাভাস গড়ে তুলতে হবে। আমি খুব খুশি হয়েছি, যুবলীগ প্রথম সাংগঠনিকভাবে উদ্যোগ নিয়ে পাঠ্যাভাসের জন্য একটি পাঠাগার ও গবেষণা কেন্দ্র স্থাপন করেছে। আমি যুবলীগের এই উদ্যোগকে স্বাগত জানাই।’

তিনি বলেন, ‘আমরা আমাদের রাজনীতিকে নতুনভাবে ঢেলে সাজানোর কাজ শুরু করেছি। আমরা রাজনীতি করি জনগণের জন্য।’

মন্ত্রী বলেন, ‘আমরা জনস্বার্থের কথা বিবেচনা করে বলেছিলাম, শুক্র ও শনিবার ব্যতীত কোনো জনসভা করা যাবে না। এমনকি ২৬ মার্চও রাস্তা বন্ধ করে কোনো কর্মসূচি পালন করব না।

যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে আরো বক্তব্য রাখেন যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী এবং সাধারণ সম্পাদক হারুনুর রশিদ। সভা পরিচালনা করেন মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা।

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2023.
Site Customized By NewsTech.Com
x