1. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  2. m.editor.priyoalo@gmail.com : Farhadul Islam : Farhadul Islam
  3. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
  4. imran.vus@gmail.com : Sabana Akter : Sabana Akter
সেনেগালে বিরোধী নেতার কারাদণ্ড, বিক্ষোভে নিহত ৯ - প্রিয় আলো

সেনেগালে বিরোধী নেতার কারাদণ্ড, বিক্ষোভে নিহত ৯

  • আপডেট সময় শুক্রবার, ২ জুন, ২০২৩
  • ৬২
6f87920ed8a9d8f3bf42e1a19a1dd93e5b820d2dc768980d

সেনেগালের বিরোধীদলীয় নেতা উসমান সোনকোকে কারাদণ্ডের আদেশ দেয়ার প্রতিবাদে দেশটিতে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। এ সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত ৯ জন বিক্ষোভকারী নিহত হয়েছেন।

শুক্রবার (২ জুন) ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সোনকোর বিরুদ্ধে ধর্ষণ ও যুবকদের ভুল পথে চালিত করার অভিযোগ ছিল। দ্বিতীয় অভিযোগে জেল হয়েছে তার। এরপর থেকে এই রায়ের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়। সেই বিক্ষোভে গুলি চালায় নিরাপত্তা বাহিনী। তাতেই নয়জন মারা যান।

গতবার প্রেসিডেন্ট নির্বাচনে সোনকো তৃতীয় হয়েছিলেন। সেনেগালের নিয়ম হলো, কোনও রাজনীতিক যদি গুরুতর অপরাধে শাস্তি পান, তাহলে তিনি আর প্রেসিডেন্ট পদে লড়তে পারবেন না।

যুবকদের বিপথচালিত করার থেকে ধর্ষণ অনেক গুরুতর অপরাধ। তবে ধর্ষণের মামলায় সোনকোর শাস্তি হয়নি।

আদালত জানিয়েছে, এই অভিযোগের পক্ষে যথেষ্ট প্রমাণ নেই।

উল্লেখ্য, সোনকো ছিলেন সাবেক প্রেসিডেন্ট প্রার্থী। সোনকো যুবদের মধ্যে খুবই জনপ্রিয়।

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2023.
Site Customized By NewsTech.Com
x