1. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  2. m.editor.priyoalo@gmail.com : Farhadul Islam : Farhadul Islam
  3. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
  4. imran.vus@gmail.com : Sabana Akter : Sabana Akter
সিম পুনর্নিবন্ধনের সময় বাড়ল ৩১ মে পর্যন্ত - প্রিয় আলো

সিম পুনর্নিবন্ধনের সময় বাড়ল ৩১ মে পর্যন্ত

  • আপডেট সময় শনিবার, ৩০ এপ্রিল, ২০১৬
  • ২২৩
Tarana Halim1462015400
Tarana_Halim1462015400

প্রতিমন্ত্রী তারানা হালিম

নিজস্ব প্রতিবেদক : বায়োমেট্রিক পদ্ধতিতে সিম পুনর্নিবন্ধনের সময় বাড়ানো হয়েছে ৩১ মে পর্যন্ত।

 

শনিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

 

 

তিনি আরো জানান, ৩১ মে রাত ১২টার পর কোনো অনিবন্ধিত সিম স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হবে। বন্ধ হয়ে যাওয়া সিম পরবর্তী ১৫ মাস পর্যন্ত বিক্রি করতে পারবে না অপারেটরগুলো।

 

এর আগে গত বৃহস্পতিবার প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, ‘৩১ এপ্রিলই বায়োমেট্রিক (আঙুলের ছাপ) পদ্ধতিতে সিম নিবন্ধনের শেষ সময়। অনিবন্ধিত সিম ১ মে থেকে ৩ ঘণ্টার জন্য বন্ধ রাখা হবে।

 

অপরাধমূলক কাজে সিমের ব্যবহার বন্ধের লক্ষ্যে গত ১৬ ডিসেম্বর থেকে আঙুলের ছাপ নিয়ে মোবাইল সিম পুনর্নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়। বাংলাদেশের মানুষের হাতে থাকা ১৩ কোটি মোবাইল সিমের মধ্যে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ৮ কোটি ৩৮ লাখ বায়োমেট্রিক পদ্ধতিতে পুনর্নিবন্ধিত হয়েছে।

 

এর বাইরে আঙুলের ছাপ না মেলাসহ বিভিন্ন কারণে সোয়া ১ কোটি গ্রাহক সিম নিবন্ধনের চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন।

 

বায়োমেট্রিক পদ্ধতি নিবন্ধনবিহীন অন্য সিমগুলো বন্ধের ঘোষণা থাকায় এই সময়সীমা বাড়ানোর দাবি ওঠে বিভিন্ন মহল থেকে।

 

উল্লেখ্য, সংবাদ সম্মেলনের শুরুতে তারানা হালিম জানান, সিম পুনঃনিবন্ধনের সময় ৩০মে পর্যন্ত বাড়ানো হয়েছে। পরে তিনি দুঃখ প্রকাশ করে জানান, ৩০ মে নয়, ৩১ মে রাত ১২টা ১ মিনিট থেকে অনিবন্ধিত সিম বন্ধ হয়ে যাবে।

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2023.
Site Customized By NewsTech.Com
x