1. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  2. m.editor.priyoalo@gmail.com : Farhadul Islam : Farhadul Islam
  3. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
  4. imran.vus@gmail.com : Sabana Akter : Sabana Akter
সাহিত্যে নোবেল পেলেন ফরাসি লেখক অ্যানি - প্রিয় আলো

সাহিত্যে নোবেল পেলেন ফরাসি লেখক অ্যানি

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২
  • ৮৯
104

সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন অ্যানি আর্নাক্স।

বৃহস্পতিবার রয়্যাল সুইডিশ একাডেমি চলতি বছরের জন্য সাহিত্যে ১১৯তম নোবেল বিজয়ী হিসেবে এ ফরাসি লেখকের নাম ঘোষণা করে। ১৭তম নারী হিসেবে এই পুরস্কার জিতেন তিনি।

অ্যানি আর্নাক্স ৩০টিরও বেশি সাহিত্যকর্ম লিখেছেন।

নোবেল পুরস্কারের অর্থমূল্য বাবদ তিনি পাবেন এক কোটি সুইডিশ ক্রোনার।

উল্লেখ্য, উনবিংশ শতাব্দীতে সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেল আবিষ্কার করেন ডিনামাইট। যা ব্যাপক বিধ্বংসী বিস্ফোরক। এ বিস্ফোরকের ফলে বিপুল পরিমাণ অর্থের মালিক হন। তিনি মৃত্যুর আগে উইল করেন। যাতে প্রতি বছর পাঁচটি বিষয়ে বিশেষ অবদান রাখার জন্য পাঁচ জনকে এই অর্থ থেকে পুরস্কার দেওয়া হয়। পাঁচটি বিষয় হচ্ছে— চিকিৎসা, পদার্থ, রসায়ন, সাহিত্য ও শান্তি। ১৯০১ সাল থেকে এ নোবেল দেওয়া শুরু হয়।

এর অনেক পরে ১৯৬৮ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া হয়। ব্যাংক অব সুইডেন আলফ্রেড নোবেলের স্মৃতি রক্ষায় এই পুরস্কার চালু করে।

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2023.
Site Customized By NewsTech.Com
x