1. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  2. m.editor.priyoalo@gmail.com : Farhadul Islam : Farhadul Islam
  3. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
  4. imran.vus@gmail.com : Sabana Akter : Sabana Akter
‘সাকিবকে ছাড়াই শক্তিশালী দল আমাদের’ - প্রিয় আলো

‘সাকিবকে ছাড়াই শক্তিশালী দল আমাদের’

  • আপডেট সময় শনিবার, ১৬ এপ্রিল, ২০১৬
  • ১৯৫
66
66

সাকিব আল হাসান

ক্রীড়া প্রতিবেদক : ২২ এপ্রিল মাঠে গড়াবে দেশের সবচেয়ে বড় ঘরোয়া আসর ঢাকা প্রিমিয়ার লিগ। এবার আবাহনী লিমিটেডের কোচের দায়িত্বে আছেন খালেদ মাহমুদ সুজন। প্লেয়ার ড্রাফটে সাকিবকে দলে পেয়েছে আবাহনী। কিন্তু আইপিএলে খেলার কারণে দলে নেই সাকিব।

তাকে শেষ পর্যন্ত আদৌ দলে পাবে কিনা আবাহনী সেটা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে আবাহনী লিমিটেডের কোচ খালেদ মাহমুদ সুজন মনে করেন সাকিবকে ছাড়াই তারা যথেষ্ট শক্তিশালী দল।

 

আজ আবাহনীর প্রথম অনুশীলনে সুজন বলেন, ‘কাগজে কলমে তো অবশ্যই সেরা টিম। কিন্তু খেলাটা মাঠের। কাগজে-কলমে যতই এগিয়ে থাকিন ‍না কেন মাঠে গিয়ে পারফরম করাটা গুরুত্বপূর্ন। আজকে মাত্র প্রথমদিন সবাই আসতে পারেনি। তামিম ওমরার জন্য আসতে পারেনি। মোসাদ্দেকের মায়ের শরীর খারাপ। ১৭ তারিখ থেকে জয়েন করবে। পুরো টিমটা একসাথে দেখলে ভালো লাগতো।’

 

সাকিবের বিষয়ে তিনি বলেন, ‘আমি শিউর না সাকিবকে কতোটা পাব আমরা। তারপরও আমি বললো সাকিব ছাড়াও যথেষ্ট শক্তিশালী দল আমাদের। তামিমের মতো প্লেয়ার আছে। মোসাদ্দেক সৈকত, লিটন দাস, নাজমুল ইসালাম শান্ত মতো ইয়াংস্টাররা বেশ ভালো করছে। তাসকিন, রাজু, তাপস সবাই অভিজ্ঞ বোলার। স্পিনার সাকলাইন অনেক অভিজ্ঞ। জুবায়ের লিখন আছে। অমিতাভও অনেকদিন ধরে খেলছে। সব মিলিয়ে ডিসেন্ট একটা সাইট, অলরাউন্ড সাইট। বাকিটা মাঠে কতটা ঘাটতি পূরণ করতে পারি, আমরা প্ল্যানিংটা কিভাবে কতোটা কাজে লাগাতে পারি সেটার উপর সবকিছু নির্ভর করবে। আমি একস্টাইটেড এই টিমের সাথে।’

 

দলের মিডলঅর্ডারের বিষয়ে সুজন বলেন, ‘ওটা আমরা চিন্তা করছি। ফরেন প্লেয়ার দিয়ে চেষ্টা করছি অভাবটা পূরণ করার। আমাদের মিডলঅর্ডারে একটা জায়গা খালি আছে। তারপরও কিছু নতুন প্লেয়ার আছে যার নাম হয়েতো অনেকেই শোনেনি। আবু বকর সিদ্দিক আছে। কিন্তু একটু ইনজুরিতে আছে। আশা করছি রিহ্যাব করে দ্রুত ভালো হয়ে যাবে। খারাপ হবে না। ৪-৫-৬ এ শান্ত, সৈকত এবং স্ট্রং একটা ফরেন প্লয়ার যদি থাকে।’

 

শিরোপা জয়ের বিষয়ে তিনি বলেন, ‘চার বছর আগে আবাহনী যখন শিরোপা পায় সেটারও কোচ ছিলাম আমি। ওই এক বছরই আবাহনীর হয়ে কোচিং করেছিলাম আমি। সে বছর শিরোপা পায়। সেটার গুড মেমোরিজ আমার তো আছেই। এবার চ্যালেঞ্জটা থাকবে অন্যরকম। ক্রিকেট খেলা এমন একটা খেলা আপনি বলে কয়ে চ্যাম্পিয়ন করাতে পারবেন না। এখানে ভালো খেলতে হবে। আমি এটুকু বলতে পারি নি:সন্দেহে আমরা চ্যাম্পিয়নশিপের জন্য ফাইট করবো। আমাদের বেস্ট ক্রিকেট খেলার চেষ্টা করবো। বাকিটা লেটস সি আমরা কি করতে পারি।’

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2023.
Site Customized By NewsTech.Com
x