1. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  2. m.editor.priyoalo@gmail.com : Farhadul Islam : Farhadul Islam
  3. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
  4. imran.vus@gmail.com : Sabana Akter : Sabana Akter
সাংবাদিকতায় ক্যারিয়ার গড়ুন - প্রিয় আলো

সাংবাদিকতায় ক্যারিয়ার গড়ুন

  • আপডেট সময় রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০১৭
  • ২৭৪
Newspaper Reporter's Presspass In Hat, White Background.
Newspaper Reporter's Press Pass in Hat, White Background.

ডেস্কঃ হাজারো পেশার মধ্যে সাংবাদিকতা একটি মহৎ ও সম্মানজনক পেশা। তবে এর সঙ্গে আর অন্য দশটি পেশার পার্থক্য অনেক।

একজন ভালো ও পেশাদার সাংবাদিক হওয়ার জন্য শিক্ষা-জ্ঞানের পাশাপাশি সৎ এবং সাহসী হও্য়া প্রয়োজন। আজকের প্রতিষ্ঠিত ও সম্মানিত সাংবাদিকদের অনেকেই বিভিন্ন বিষয়ে পড়াশুনা করে এসেছেন। ভালো সাংবাদিক হওয়ার জন্য সাংবাদিকতা-ই পড়তে হবে এমনটা জরুরি নয়। তবে বিষয়টি পড়া থাকলে একজনকে ভালো সাংবাদিক হতে তা অবশ্যই সাহায্য করে।
সাংবাদিকদের ‘সব কাজের কাজী’ হতে হয়। অর্থাৎ অনেক বিষয়ে মৌলিক জ্ঞান থাকা একজন সাংবাদিকের জন্য জরুরি। সেটা খেলা, অর্থনীতি ও বাণিজ্য, আইন-আদালত, সংবিধান, জ্বালানির মতো বিষয় হতে পারে।

এমন কিছু সংবাদকর্মীর অনুসন্ধান করছে PriyoAlo.com ( প্রিয়আলো )। হাজারো অনলাইন সংবাদপত্রের ভীড়ে নতুন দিগন্ত উম্মোচনের এক দৃঢ় প্রত্যয় নিয়ে জন্ম নিয়েছে “প্রিয়আলো” নিউজ পত্রিকাটি।

“সত্য এবং কল্যাণের পক্ষে” এই শ্লোগানকে সামনে রেখে পথচলা শুরু করে আমাদের এই “প্রিয়আলো”। শুরুতেই পাঠক চাহিদায় বেশ কিছু উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে পত্রিকাটি।

শিক্ষাগত যোগ্যতাঃ কমপক্ষে এইচ,এস,সি।
অদক্ষ/অনভিজ্ঞদের কর্মশালার মাধ্যমে প্রাথমিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। পূর্বে অভিজ্ঞতা আছে এমন প্রার্থীদের জন্য রয়েছে চমৎকার সুযোগ।

” প্রিয়আলো ” শুধু জাতীয়-আন্তর্জাতিক ক্ষেত্রেই নয়, বরং দেশের সেই প্রত্যন্ত অঞ্চলের খেটে খাওয়া মানুষের সুখ-দুঃখের কথাও কোটি মানুষের চোখের সামনে তুলে ধরতে চায়। এরই ধারাবাহিকতায় রাজধানী ঢাকা সহ দেশের সকল জেলা, উপজেলা/থানা, স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়ে একঝাঁক সৎ, মেধাবী এবং সাহসী সংবাদকর্মী নিয়োগ করবে।

আগ্রহী প্রার্থীগণ নিম্নের ই-মেইল ঠিকানায় আবেদন করুন।
বিঃদ্রঃ আবেদন পত্রের সাথে অবশ্যই পাসপোর্ট সাইজের এক কপি ছবি ও স্ক্যানকৃত স্বাক্ষর পাঠাতে হবে।

আবেদনের শেষ তারিখ=২৮/০২/২০১৭ইং
আপানার জীবন বৃত্তান্ত ইমেইল করুনঃ priyoalo@gmail.com
যে কোন প্রয়োজনেঃ 01932-066099

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2023.
Site Customized By NewsTech.Com
x