1. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  2. m.editor.priyoalo@gmail.com : Farhadul Islam : Farhadul Islam
  3. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
  4. imran.vus@gmail.com : Sabana Akter : Sabana Akter
সংসদে বাজেট উত্থাপন ২ জুন - প্রিয় আলো

সংসদে বাজেট উত্থাপন ২ জুন

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০১৬
  • ২০০
Abdul Mohit31460019746

abdul_mohit31460019746অর্থনৈতিক প্রতিবেদক : আগামী অর্থবছরের (২০১৬-১৭) বাজেট ২ জুন জাতীয় সংসদে উত্থাপন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

 

বৃহস্পতিবার দুপুরে মতিঝিলে চেম্বার ভবনে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের(এমসিসিআই) উদ্যোগে এক প্রাকবাজেট আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এ তথ্য জানান।

 

এমসিসিআই সভাপতি সৈয়দ নাসিম মনজুরের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান।

 

এদিকে অর্থমন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আসছে অর্থবছরের বাজেট আগামী ১২ ও ১৩ মে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন অর্থমন্ত্রী। এ বিষয়ে গত ৪ এপ্রিল প্রধানমন্ত্রীর কাছে চিঠি দিয়েছেন অর্থমন্ত্রী।

 

সূত্র আরও জানায়, আগামী ৬ জুন জাতীয় সংসদে ২০১৫-১৬ অর্থবছরের সংশোধিত বাজেট নিয়ে আলোচনা এবং ৭ জুন সংশোধিত বাজেট পাস হবে।

 

২০১৬-১৭ অর্থবছরের বাজেটের ওপর সংসদে আলোচনা হবে ৮ থেকে ২৭ জুন পর্যন্ত। আগামী ২৮ জুন প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী বাজেটের ওপর সমাপনী ভাষণ দেবেন। আর বরাবরের মতো বাজেট পাস হওয়ার কথা রয়েছে ২৯জুন।

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2023.
Site Customized By NewsTech.Com
x