1. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  2. m.editor.priyoalo@gmail.com : Farhadul Islam : Farhadul Islam
  3. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
  4. imran.vus@gmail.com : Sabana Akter : Sabana Akter
শেষ ম্যাচে ‘ভালো কিছুর’ প্রত্যাশায় মাশরাফি - প্রিয় আলো

শেষ ম্যাচে ‘ভালো কিছুর’ প্রত্যাশায় মাশরাফি

  • আপডেট সময় শনিবার, ২৬ মার্চ, ২০১৬
  • ১৮৫
Mashrafe1458902866
Mashrafe1458902866

ফাইল ছবি: অধিনায়ক মাশরাফি

ক্রীড়া প্রতিবেদক: টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ ম্যাচে শনিবার নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সুপার টেনের সবগুলো ম্যাচ হেরে যাওয়ায় ম্যাচটি নিয়মরক্ষার ম্যাচে পরিণত হয়েছে। বাংলাদেশ হারলেও যা জিতলেও তা! বিশ্বকাপের মঞ্চ থেকে বিদায় নিশ্চিত হয়েছে বাংলাদেশের।

 

তবে শেষ ম্যাচে ভালো কিছুর প্রত্যাশায় দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন,‘শেষ দুইটা ম্যাচ আমরা ভালো ক্রিকেট খেলেছি।

 

সেগুলোতো আমরা অনেক ইতিবাচক জিনিস   অর্জন করেছি। এইসব যদি আমরা নিউজিল্যান্ডের বিপক্ষেও প্রদর্শন করতে পারি তাহলে ভালো কিছু পাওয়ার সম্ভাবনা থাকবে। আমরা সে প্রত্যয় নিয়ে মাঠে নামব।’

 

অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে ম্যাচের আত্মবিশ্বাস কিউইদের বিপক্ষে কাজে লাগাতে পারলে জয় পাওয়া সম্ভব, এমনটাই বিশ্বাস করেন মাশরাফি। টাইগার দলপতির ভাষ্য,‘পাকিস্তানের বিপক্ষে ম্যাচটা বাদ দিলে আমরা অস্ট্রেলিয়া ও ভারতের সঙ্গে ভালো ক্রিকেট খেলেছি। প্রথম ম্যাচে আমরা পাকিস্তানের সঙ্গে ইডেনে বাজে ভাবে হেরেছি। ভারতের বিপক্ষে আমরা পুরোটা সময় ম্যাচেই ছিলাম। এবং অস্ট্রেলিয়ার রান রেট প্রয়োজন ছিলো, এজন্য নিজেদের অনেক ‘পুশ’ করেছিলো। তারপরও ওই অবস্থা থেকে আমরা খুব একটা খারাপ ক্রিকেট খেলিনি। সব মিলিয়ে শেষ দুই ম্যাচের আত্মবিশ্বাস কাজে লাগাতে পারলেও জয় পাওয়া সম্ভব হবে।’

 

পুরনো ভুলগুলো শুধরাতে দৃঢ়প্রত্যয়ী মাশরাফির দল। এ প্রসঙ্গে মাশরাফি বলেন, ‘আমার বিশ্বাস আমরা ঘুরে দাঁড়াতে পারব। গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা যে ভুলগুলো করেছি সেগুলো কতটুকু শুধরাতে পারছি। পূর্বের ম্যাচের ভুলগুলোকে শুধরে আমরা  পরের ম্যাচে মাঠে নামব। আমার বিশ্বাস সামনে এমন পরিস্থিতি আসলে আমরা ম্যাচ বের করে নিতে পারবো।’

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2023.
Site Customized By NewsTech.Com
x