1. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  2. m.editor.priyoalo@gmail.com : Farhadul Islam : Farhadul Islam
  3. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
  4. imran.vus@gmail.com : Sabana Akter : Sabana Akter
শুরুর ধাক্কা সামলে শ্রীলঙ্কার চ্যালেঞ্জিং সংগ্রহ - প্রিয় আলো

শুরুর ধাক্কা সামলে শ্রীলঙ্কার চ্যালেঞ্জিং সংগ্রহ

  • আপডেট সময় রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২
  • ৯২
Resize 350x230x0x0 Image 191112 1662911453

পাওয়ার প্লেতে মাত্র ৩৬ রান করতেই টপ-অর্ডার শেষ শ্রীলঙ্কার। এরপরও ৬ উইকেট হারিয়ে ১৭০ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করিয়েছে লঙ্কানরা। টস হেরে ব্যাট করতে নেমে কুশল মেন্ডিস শূন্য, পাথুম নিশাঙ্কা ৮ আর ধানুষ্কা গুনাথিলাকার বিদায় নেয় ১ রানে। তিন উইকেটের দুটিই বোল্ড। নাসিম শাহ একটি আর হারিস রউফ তলে নেন দুটি উইকেট।

এমন বিধ্বস্ত শুরুর পর ধনঞ্জয়া ডি সিলভার ভানুকা রাজাপাকসা মিলে গড়েন প্রতিরোধ। ধনঞ্জয়াকে ২৮ (২১) রানে ফিরিয়ে পাকিস্তানকে ম্যাচে ফেরান ইফতিখার আহমেদ। এরপর দাসুন শানাকাকে ২ রানে ফেরান শাদাব খান।

এমন বিপদের মুখে রাজাপাকসা আর ওয়ানিন্দু হাসারাঙ্গা মিলে বাঁধেন ৫৮ (৩৬) রানের জুটি। ২১ বলে ৫ চার ও ১ ছক্কায় ৩৬ রান করে হাসারাঙ্গা বিদায় নেন হারিসের বলে ক্যাচ দিয়ে। তবে রাজাপাকসা তুলে নেন অর্ধশতক।

শেষ দিকে চামিকা করুনারত্নেকে নিয়ে ৫৪ রানের জুটি গড়ে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে পাকিস্তানকে। ভানুকা ৭১ (৪৫) ও করুনারত্নে অপরাজিত থেকেছেন ১৪ (১৪) রানে।

পাকিস্তানের পক্ষে ৩ উইকেট নেন হারিস রউফ। ১টি করে উইকেট নেন নাসিম শাহ, শাদাব খান ও ইফতিখার আহমেদ।

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2023.
Site Customized By NewsTech.Com
x