1. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  2. m.editor.priyoalo@gmail.com : Farhadul Islam : Farhadul Islam
  3. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
  4. imran.vus@gmail.com : Sabana Akter : Sabana Akter
‘রোহিঙ্গা ক্যাম্পে কিছু বিচ্ছিন্নতাবাদী নেতৃত্ব নিয়ে সংঘর্ষে জড়াচ্ছে’ - প্রিয় আলো

‘রোহিঙ্গা ক্যাম্পে কিছু বিচ্ছিন্নতাবাদী নেতৃত্ব নিয়ে সংঘর্ষে জড়াচ্ছে’

  • আপডেট সময় শুক্রবার, ৭ জুলাই, ২০২৩
  • ৭০
Kamal

মিয়ানমার থেকে কিছু বিচ্ছিন্নতাবাদী রোহিঙ্গা ক্যাম্পে ঢুকে নেতৃত্ব নিয়ে সংঘর্ষে জড়াচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শুক্রবার (৭ জুলাই) বিকেলে রাজধানীর নটরডেম কলেজে উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম আয়োজিত এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমারে আরাকান আর্মি ও কুকি-চিনসহ প্রায় ৩০টি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সব সময় সংঘর্ষে লিপ্ত রয়েছে। রোহিঙ্গা জনগোষ্ঠী সেখান থেকেই এসেছে। এর ফলে হয়তো রোহিঙ্গা ক্যাম্পে তাদের দু’চারজন অনুপ্রবেশ করেছে। তাদের মধ্যে এখানে কে নেতৃত্ব দেবে, সেটা নিয়েই সংঘর্ষ হচ্ছে।

তিনি বলেন, মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী জনগোষ্ঠী যারা রয়েছে, তারাই রোহিঙ্গা ক্যাম্পগুলোতে ঢুকছে এবং হত্যার ঘটনা ঘটাচ্ছে।

এসব বিছিন্নতাবাদীরা যাতে সীমান্তে অনুপ্রবেশ করতে না পারে, সেজন্য বর্ডার ফোর্সকে আরও শক্তিশালী করা হচ্ছে বলেও জানান মন্ত্রী।

তিনি আরও বলেন, রোহিঙ্গারা যত তাড়াতাড়ি মিয়ানমারে ফেরত যাবে ততই আমাদের জন্য মঙ্গল।

এ সময় রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোর জন্য বিশ্ব ফোরামকে আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2023.
Site Customized By NewsTech.Com
x