1. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  2. m.editor.priyoalo@gmail.com : Farhadul Islam : Farhadul Islam
  3. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
  4. imran.vus@gmail.com : Sabana Akter : Sabana Akter
রিজার্ভ ছাড়াল ২৯ বিলিয়ন ডলার - প্রিয় আলো

রিজার্ভ ছাড়াল ২৯ বিলিয়ন ডলার

  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০১৬
  • ২২০
Reserve1461588279

নিজস্ব Reserve1461588279প্রতিবেদক : প্রথমবারের মতো কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ দুই হাজার ৯শ কোটি ডলার অর্থাৎ ২৯ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করেছে। এর আগে গত ফেব্রুয়ারিতে রিজার্ভ ২৮ বিলিয়ন ডলার ছাড়ায়।

 

সোমবার বিকেলে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এসকে সূর চৌধুরী এ তথ্য জানান।

 

তিনি বলেন, ‘রপ্তানিতে ভালো প্রবৃদ্ধি হচ্ছে। এছাড়া বিশ্ববাজারে জ্বালানি তেল ও খাদ্য পণ্যের দাম কমেছে। আর এর ফলে আমদানি ব্যয় কমেছে। মূলত: এসব কারণেই বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে।

 

এদিকে কেন্দ্রীয় ব্যাংকের ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগ সূ্ত্র জানায়, এ রিজার্ভ দিয়ে সাত মাসের বেশি আমদানি ব্যয় মেটানো সম্ভব হবে।

 

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স এবং রফতানি আয়ের ইতিবাচক ধারা অব্যাহত থাকায় গত কয়েক বছর ধরেই ধারাবাহিকভাবে বাড়ছে বাংলাদেশের রিজার্ভ।

 

এর আগে গত বছরের ২৯ অক্টোবর প্রথমবারের মতো তা ২৭ বিলিয়ন ডলার ছাড়িয়ে যায়। গত বছরের আগস্টে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৬ বিলিয়ন ডলার, জুনে ২৫ বিলিয়ন ডলার, এপ্রিলে ২৪ বিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারিতে ২৩ বিলিয়ন ডলারের ঘর অতিক্রম করে।

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2023.
Site Customized By NewsTech.Com
x