1. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  2. m.editor.priyoalo@gmail.com : Farhadul Islam : Farhadul Islam
  3. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
  4. imran.vus@gmail.com : Sabana Akter : Sabana Akter
রাজা হিসেবে শপথ নিলেন তৃতীয় চার্লস - প্রিয় আলো

রাজা হিসেবে শপথ নিলেন তৃতীয় চার্লস

  • আপডেট সময় শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২
  • ৮৩
155329

দায়িত্ব পাওয়ার পর এবার নতুন রাজা হিসেবে শপথ নিয়েছেন ৭৩ বছর বয়সী তৃতীয় চার্লস। রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর আনুষ্ঠানিকভাবে ব্রিটেনের নতুন রাজা হয়েছেন তার ছেলে তৃতীয় চার্লস।

শনিবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সেন্ট জেমস প্রাসাদে একটি বিস্তৃত রাজকীয় অনুষ্ঠানে শপথ গ্রহণ করেন তৃতীয় চার্লস। এ সময় তিনি সমবেত গণ্যমান্য ব্যক্তিদের সম্বোধন করেন, রাজা চার্লস তার মা এবং তার স্ত্রী রানী ক্যামিলার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন প্রায় ২০০ জন গণ্যমান্য ব্যক্তি।

এর আগে রাজার দায়িত্ব পাওয়ার পর জাতির উদ্দেশে প্রথম ভাষণে তিনি তার যুক্তরাজ্য ও অন্যান্য রাজ্যের এবং বিশ্ববাসীকে আজীবন সেবা দেওয়ার অঙ্গীকার করেন।

চার্লস কে রাজা হিসেবে নামকরণ করার আগে অ্যাকসেসন কাউন্সিল কর্তৃক আনুষ্ঠানিকভাবে রানির মৃত্যু ঘোষণা করা হয়েছিল।

৭৩ বছর বয়সী চার্লস ১৯৫২ সালে ইংল্যান্ডের যুবরাজ হন। মায়ের মৃত্যুর ২৪ ঘণ্টার মধ্যেই চার্লসকে অনুষ্ঠানিকভাবে রাজা ঘোষণা করা হয়।

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2023.
Site Customized By NewsTech.Com
x