1. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  2. m.editor.priyoalo@gmail.com : Farhadul Islam : Farhadul Islam
  3. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
  4. imran.vus@gmail.com : Sabana Akter : Sabana Akter
রসিক নির্বাচনে ৮৬ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, সমস্যা হলেই ভোট বন্ধ: ইসি রাশেদা - প্রিয় আলো

রসিক নির্বাচনে ৮৬ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, সমস্যা হলেই ভোট বন্ধ: ইসি রাশেদা

  • আপডেট সময় সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২
  • ৮৫
Image 628746 1672055160

রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে ৮৬টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ রয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) বেগম রাশেদা সুলতানা।

তিনি বলেন, রসিক নির্বাচনে আমরা ৮৬টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছি। সেসব কেন্দ্রের জন্য আলাদা ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা সিসি ক্যামেরার মাধ্যমে এ কেন্দ্রগুলো নিবিড় পর্যবেক্ষণ করব।

আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, গাইবান্ধার মতো সেসব কেন্দ্রে কোনো সমস্যা দেখা গেলে সঙ্গে সঙ্গে নির্বাচন বন্ধ করে দেওয়া হবে। আমরা গাইবান্ধা নির্বাচনে অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। রংপুরেও সমস্যা হলে ভোট বন্ধ করে দেওয়া হবে। আমরা সুষ্ঠু নির্বাচন করতে চাই।

এ সময় ইসি রাশেদার কাছে সাংবাদিকরা জানতে চান আগামী জাতীয় নির্বাচনে সিসি ক্যামেরা ব্যবহার করা হবে কিনা?

জবাবে এই কমিশনার বলেন, সিসি ক্যামেরার ব্যবহার আরপিওতে (গণপ্রতিনিধিত্ব আদেশ) নেই। তবুও জাতীয় নির্বাচনে ব্যবহার করা হবে কিনা তা এখনই বলা যাচ্ছে না।

উল্লেখ্য, আগামীকাল মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রংপুর সিটি নির্বাচনের (রসিক) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

আইকে

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2023.
Site Customized By NewsTech.Com
x