1. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  2. m.editor.priyoalo@gmail.com : Farhadul Islam : Farhadul Islam
  3. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
  4. imran.vus@gmail.com : Sabana Akter : Sabana Akter
যারা খালে ময়লা ফেলে, তাদের মস্তিষ্কে ময়লা আছে: মেয়র আতিক - প্রিয় আলো

যারা খালে ময়লা ফেলে, তাদের মস্তিষ্কে ময়লা আছে: মেয়র আতিক

  • আপডেট সময় শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৫৭
Meyor Atik 1024x576

যারা খালে ময়লা ফেলে, তাদের মস্তিষ্কে ময়লা রয়েছে। তাদের মনে ময়লা রয়েছে বলেই তারা এভাবে খালে ময়লা ফেলতে পারে। এমন মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

শুক্রবার ঢাকার বছিলার লাউতলা খাল পরিষ্কার কার্যক্রমে অংশ নিয়ে এ কথা বলেন তিনি। সকাল সোয়া ১০টা থেকে এ কার্যক্রম শুরু হয়।

খাল পরিষ্কারের সময় খালের অংশে গড়ে ওঠা স্থাপনাগুলো গুঁড়িয়ে দেয়া হয়।

এসময় মেয়র হুঁশিয়ারি দিয়ে বলেন, সিটি কর্পোরেশনের খালের জায়গায় কোনো অবৈধ স্থাপনা থাকতে পারবে না। তারা যতই ক্ষমতাধর হোক না কেন, খালের জায়গায় গড়ে ওঠা অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হবে।

আতিকুল ইসলাম বলেন, নাগরিক হিসেবে আমাদের সবার দায়িত্ব খাল বা রাস্তাঘাট নোংরা না করা। খাল রক্ষায় খালের দুপাশে ‘ওয়াক ওয়ে’ গাছ লাগানোর কাজ শুরু হয়েছে বলে জানান তিনি।

এর আগে, বছিলার পুলিশ লাইন মাঠে বিডি ক্লিনের ১৫ শতাধিক স্বেচ্ছাসেবীদের শপথ বাক্য পাঠ করান ডিএনসিসির মেয়র। খালের ময়লা-আর্বজনা পরিষ্কারের মাধ্যমে মানুষের মন পরিষ্কার করতে এ কার্যক্রমে অংশ নিয়েছেন বলে জানিয়েছেন তারা।

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2023.
Site Customized By NewsTech.Com
x