1. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  2. m.editor.priyoalo@gmail.com : Farhadul Islam : Farhadul Islam
  3. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
  4. imran.vus@gmail.com : Sabana Akter : Sabana Akter
যমুনার ভাঙন রোধে ১০ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক - প্রিয় আলো

যমুনার ভাঙন রোধে ১০ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক

  • আপডেট সময় বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৬৬
Bank

যমুনা নদী তীরবর্তী মানুষের জীবন–জীবিকা, নদীর তীর রক্ষা, নদীর নাব্যতা বৃদ্ধিতে বাংলাদেশকে ১০ কোটি ২০ লাখ ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক।

বুধবার (২০ সেপ্টেম্বর ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্বব্যাংক জানিয়েছে, যমুনা নদীর টেকসই ব্যবস্থাপনা প্রকল্পে এই অর্থসহায়তা দেবে সংস্থাটি।

বিশ্বব্যাংক বলছে, এ ধরনের প্রকল্প বাংলাদেশে এটিই প্রথম। প্রকল্পটি ফুলছড়ি, গাইবান্ধা ও কালিহাতী এলাকায় বাস্তবায়িত হবে। প্রকল্পটির মাধ্যমে উপকৃত হবে এক লাখ মানুষ। পাশাপাশি নদীপথে যাতায়াতে আগ্রহী মানুষ নিরাপদ ও সাশ্রয়ী পরিবহনের সুযোগ পাবে।

বিজ্ঞপ্তিতে বিশ্বব্যাংকের বাংলাদেশের প্রধান আবদৌলায়ে সেক বলেন, যমুনা নদী বিশ্বের বৃহত্তম ও গতিশীল নদীগুলোর একটি। এ নদীকে ঘিরে লক্ষাধিক মানুষের জীবন-জীবিকা আবর্তিত হয়। জলবায়ু পরিবর্তনের ফলে নদীভাঙনের কবলে পড়ে প্রতিবছর হাজার হাজার মানুষ স্থানচ্যুত হয়। তারা দারিদ্র্যতার কবলে পড়েন। যমুনা নদীর টেকসই ও জলবায়ু সহনশীল ব্যবস্থাপনা বাংলাদেশ ও দেশের মানুষের জন্য অর্থনৈতিক সুবিধা বয়ে আনবে।

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2023.
Site Customized By NewsTech.Com
x