1. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  2. m.editor.priyoalo@gmail.com : Farhadul Islam : Farhadul Islam
  3. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
  4. imran.vus@gmail.com : Sabana Akter : Sabana Akter
ভারত-পাকিস্তান ম্যাচ আজ সন্ধ্যা ৭ঃ৩০, সম্ভাব্য একাদশ - প্রিয় আলো

ভারত-পাকিস্তান ম্যাচ আজ সন্ধ্যা ৭ঃ৩০, সম্ভাব্য একাদশ

  • আপডেট সময় শনিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৬
  • ১৮৯
Asia Cup 2016 Schedule

ক্রীড়া ডেস্কঃ এশিয়া কাপের চলতি আসর মাঠে গড়িয়েছে ২৪ ফেব্রুয়ারি। ইতিমধ্যে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত দুটি করে ম্যাচ খেলেছে। একটি করে ম্যাচ খেলেছে ভারত ও শ্রীলঙ্কা। কিন্তু পাকিস্তান আজ তাদের প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হবে।

এই ম্যাচকে সামনে রেখে বেশ উত্তেজনা ছড়াচ্ছে। কথার লড়াইও বেশ জমে উঠেছে। তবে ময়দানি লড়াই শুরু হবে সন্ধ্যা সাড়ে সাতটায়। মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে হাইভোল্টেজ ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি ও স্টার স্পোর্টস-১।

পাকিস্তান দলে ফিরেছেন মোহাম্মদ সামি। আছেন মোহাম্মদ আমির। সঙ্গে আছেন মোহাম্মদ ইরফান, ওয়াহাব রিয়াজ আর অলরাউন্ডার আনোয়ার আলী। ভারতের বিপক্ষে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন পাকিস্তানের ফাস্ট বোলাররা। অধিনায়ক শহীদ আফ্রিদিও মনে করছেন লড়াই হবে তাদের বোলার আর ভারতের ব্যাটসম্যানদের মধ্যে।

লড়াই দেখতে অপেক্ষা করতে হবে আজ সন্ধ্যা পর্যন্ত। তার আগে চলুন দেখে নিই কেমন হতে পারে পাকিস্তানের একাদশ।

4_1456471402

( পাকিস্তান দলের পূর্বে অনুষ্ঠিত একটি ম্যাচের ছবি )

পাকিস্তানের সম্ভাব্য একাদশ :
১.  শারজিল খান
২. মোহাম্মদ হাফিজ
৩. উমর আকমল
৪. শোয়েব মালিক
৫. ইমাদ ওয়াসিম
৬. সরফরাজ আহমেদ
৭. শহীদ আফ্রিদি
৮. আনোয়ার আলী
৯. ওয়াহাব রিয়াজ
১০. মোহাম্মদ আমির
১১. মোহাম্মদ ইরফান।

শুক্রবার অনুশীলনে খুব একটা জোর দিতে দেখা যায়নি আশিস নেহরা ও মহেন্দ্র সিং ধোনিকে। আর সেটা থেকে অনুমান করা যায় এখনো পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি ধোনি।

সুযোগ থাকলে হয়তো টিম ম্যানেজমেন্ট মাঠে নামাতো না ধোনিকে। কিন্তু পাকিস্তানের বিপক্ষে ম্যাচ হওয়ায় অগত্যা তাকে খেলতে হবে।

চলুন  জেনে নেই প্রিয় আলোর ভাবনায়  দ্বিতীয় ম্যাচে ভারতের সম্ভাব্য একাদশ কেমন হতে পারে-

India-ODI-1-GI2

( ভারত দলের পূর্বে অনুষ্ঠিত একটি ম্যাচের ছবি )

ভারতের সম্ভাব্য একাদশ :
১. শিখর ধাওয়ান
২. রোহিত শর্মা
৩. বিরাট কোহলি
৪. সুরেশ রায়না
৫. যুবরাজ সিং
৬. হার্দিক পান্ডিয়া
৭. এমএস ধোনি
৮. রবীন্দ্র জাদেজা
৯. রবীচন্দ্রন অশ্বিন
১০. জাসপ্রিত ভুমরা
১১. আশিস নেহরা।

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2023.
Site Customized By NewsTech.Com
x