1. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  2. m.editor.priyoalo@gmail.com : Farhadul Islam : Farhadul Islam
  3. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
  4. imran.vus@gmail.com : Sabana Akter : Sabana Akter
ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ - প্রিয় আলো

ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ

  • আপডেট সময় সোমবার, ১০ জুলাই, ২০২৩
  • ৬৩
Hasina

দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিতব্য আগামী ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানানো হয়েছে।

পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ফারুক খান সোমবার (১০ জুলাই) আনুষ্ঠানিক আমন্ত্রণের বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে বাংলাদেশ স্বাগতিকদের কাছ থেকে আনুষ্ঠানিক আমন্ত্রণ পেলেও প্রধানমন্ত্রী এতে যোগ দেবেন কি না তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সংবাদমাধ্যম জানায়, ব্রিকস নেতারা চলতি বছরের ২২ থেকে ২৪ আগস্টে দক্ষিণ আফ্রিকায় ১৫তম ব্রিকস সম্মেলনে যোগ দেবেন। জোহানেসবার্গ, গৌতেং-এর স্যান্ডটন কনভেনশন সেন্টারে (এসসিসি) শীর্ষ সম্মেলনটি অনুষ্ঠিত হবে। ব্রিকস নেতারা ব্রিকস বিজনেস ফোরাম চলাকালীন ব্যবসায়িকদের সঙ্গে যুক্ত হবেন এবং শীর্ষ সম্মেলনের সময় নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, ব্রিকস বিজনেস কাউন্সিল এবং অন্যান্য ব্যবস্থার সঙ্গে যুক্ত হবেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা- পাঁচটি সদস্য রাষ্ট্রের গ্রুপে যোগ দিতে ব্রিকসের আনুষ্ঠানিক আমন্ত্রণকে স্বাগত জানাবে বাংলাদেশ।

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2023.
Site Customized By NewsTech.Com
x