1. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  2. m.editor.priyoalo@gmail.com : Farhadul Islam : Farhadul Islam
  3. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
  4. imran.vus@gmail.com : Sabana Akter : Sabana Akter
ব্রিকস রাষ্ট্রগুলোকে সাশ্রয়ী প্রযুক্তি হস্তান্তরের পরামর্শ পররাষ্ট্রমন্ত্রীর - প্রিয় আলো

ব্রিকস রাষ্ট্রগুলোকে সাশ্রয়ী প্রযুক্তি হস্তান্তরের পরামর্শ পররাষ্ট্রমন্ত্রীর

  • আপডেট সময় শনিবার, ৩ জুন, ২০২৩
  • ৬১
121748 Bangladesh Pratidin Momen

ব্রিকসের সদস্য রাষ্ট্রগুলোকে তাদের সাশ্রয়ী প্রযুক্তি উন্নয়নশীল অংশীদারদের কাছে হস্তান্তরের পরামর্শ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

শনিবার (৩ জুন) দক্ষিণ আফ্রিকার কেপটাউনে ফ্রেন্ডস অব ব্রিকস পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে ভার্চুয়ালি যোগ দিয়ে এ পরামর্শ দেন পররাষ্ট্রমন্ত্রী।

দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রী ড. নালেদি পান্ডোরের আমন্ত্রণে ভার্চুয়ালি বৈঠকে যোগ দেন ড. মোমেন।

বৈঠকের থিম ছিল-‘পারস্পরিক ত্বরান্বিত প্রবৃদ্ধি, টেকসই এবং অন্তর্ভুক্তিমূলক বহুপাক্ষিকতা’। ব্রিকস পররাষ্ট্রমন্ত্রীদের পাশাপাশি সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মিশর, চীন, কাজাখস্তানের পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠকে অংশ নেন।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী অর্থনৈতিক ও পরিবেশগত সংকট মোকাবিলায় আরও সমন্বিত পদ্ধতির প্রয়োজনীয়তার ওপর জোর দেন। বিশেষ করে পারস্পরিক সহযোগিতার ওপর জোর দেন, যাতে জাতিসংঘের এসডিজিতে কেউ পিছিয়ে না থাকে।

উল্লেখ্য, বাংলাদেশ ২০২১ সালে ব্রিকসের উদ্যোগে পরিচালিত নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সদস্য হয়।

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2023.
Site Customized By NewsTech.Com
x