1. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  2. m.editor.priyoalo@gmail.com : Farhadul Islam : Farhadul Islam
  3. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
  4. imran.vus@gmail.com : Sabana Akter : Sabana Akter
বীর মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত অংশে চিরশায়িত আকবর আলি খান - প্রিয় আলো

বীর মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত অংশে চিরশায়িত আকবর আলি খান

  • আপডেট সময় শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২
  • ৮৫
690183 15

মিরপুরের বুদ্ধিজীবী কবরস্থানে বীর মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত অংশে শুক্রবার বিকাল ৩টা ৫ মিনিটে দাফন করা হয়েছে অর্থনীতিবিদ ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. আকবর আলি খানকে।

এসময় তার পরিবার ও আত্মীয়স্বজন উপস্থিত ছিলেন।

এর আগে বাদ জুমা গুলশানের আজাদ মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শনের মধ্য দিয়ে তাকে শ্রদ্ধা জানিয়ে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফনের জন্য তার মরদেহ নিয়ে যাওয়া হয়।

আজ শুক্রবার সকাল ৯টার দিকে গুলশানের বাসার নিচে আকবর আলি খানের মরদেহ রাখা হয়। সেখানে তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন শুভাকাঙ্খি ও বিশিষ্টজনরা।

বীর মুক্তিযোদ্ধা, শিক্ষাবিদ, অর্থনীতিবিদ, ড. আকবর আলি খানের মৃত্যুতে গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী জানাজায় অংশগ্রহণ করে শেষ শ্রদ্ধা জানান।

জানাজায় অংশ নিয়ে ডা. জাফরুল্লাহ বলেন, ‘কয়েক দিন আগেও তিনি স্বাক্ষর করেছেন; বলেছেন ইভিএম করবেন না। সত্য বলতে তিনি ভয় পাননি।’

বৃহস্পতিবার রাত ১০টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ড. আকবর আলি খান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2023.
Site Customized By NewsTech.Com
x