1. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  2. m.editor.priyoalo@gmail.com : Farhadul Islam : Farhadul Islam
  3. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
  4. imran.vus@gmail.com : Sabana Akter : Sabana Akter
বিবাহিত নারীকে লেখা পোপ জন পলের গোপন চিঠি - প্রিয় আলো

বিবাহিত নারীকে লেখা পোপ জন পলের গোপন চিঠি

  • আপডেট সময় রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৬
  • ১৯০

প্রয়াত দ্বিতীয় পোপ জন পল ও বিবাহিত এক নারীর মধ্যে আদান প্রদান হওয়া কয়েকশো চিঠি খুঁজে পেয়েছে বিবিসি।

priyoalo-pop

(ছবি: সংগৃহীত)

১৯৭৩ সালে আমেরিকান দর্শনবীদ আনা তেরেসা তিমিনিয়েত্স্কা যিনি পোল্যান্ডের বংশোদ্ভূত তার এই চিঠি আদান প্রদান শুরু ।

তখনো পোপ নির্বাচিত হননি তিনি।বিবিসির সংবাদদাতারা বলছেন, চিঠিগুলো আবেগপ্রবণ এক গভীর সম্পর্কের ধারণা দেয় ।

একটি বই সম্পর্কে মিজ তিমিনিয়েত্স্কা প্রথম যোগাযোগ করেন। এর পর থেকে তাদের নিয়মিত যোগাযোগ ছিলো ভবিষ্যৎ পোপের সাথে।তখন তিনি ছিলেন কার্ডিনাল ক্যারোল উইত্তেভা।

পোল্যান্ডের জাতিয় লাইব্রেরিতে এমন প্রায় কয়েকশো মতো চিঠি লুকানো ছিলো।এসব চিঠিতে ফুটে উঠেছে বিভিন্ন সময়ে আনা তেরেসা তিমিনিয়েত্স্কার পোপের সাথে অবকাশ যাপন করেছেন।

১৯৭৮ সালে পোপ নির্বাচিত হওয়ার পর দীর্ঘদিন টিকে ছিলো তাদের বন্ধুত্ব।ক্যাম্পিং ও স্কি ট্রিপে অংশ নিয়েছেন। বিরল কয়েকটি ছবিতে দুজনকে দেখা যাচ্ছে তাঁবুর সামনে।

কিন্তু পোপ জন পল কখনো কৌমার্য ব্রত ভেঙেছেন কিনা সেটি এসব চিঠিতে পরিষ্কার নয়।

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2023.
Site Customized By NewsTech.Com
x