1. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  2. m.editor.priyoalo@gmail.com : Farhadul Islam : Farhadul Islam
  3. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
  4. imran.vus@gmail.com : Sabana Akter : Sabana Akter
বিএনপির সমমনা ১২ দলীয় জোটের আত্মপ্রকাশ - প্রিয় আলো

বিএনপির সমমনা ১২ দলীয় জোটের আত্মপ্রকাশ

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২
  • ৭৮
Bnp 44 2212220750

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট অনেকটাই অকার্যকর হওয়ার পর ১২টি দল মিলে নতুন ‘১২ দলীয় জোট’ গঠন করেছে।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন এই জোটের আত্মপ্রকাশ ঘটে।

১২ দলীয় জোটের দলগুলো হচ্ছে-মোস্তফা জামাল হায়দারের নেতৃত্বে জাতীয় পার্টি (জাফর), সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের বাংলাদেশ কল্যাণ পার্টি, মোস্তাফিজুর রহমান ইরানের বাংলাদেশ লেবার পার্টির একাংশ, সৈয়দ এহসানুল হুদার নেতৃত্বে বাংলাদেশ জাতীয় দল, কে এম আবু তাহেরের এনডিপি, শাহাদাত হোসেন সেলিমের নেতৃত্বাধীন বাংলাদেশ এলডিপি, জুলফিকার বুলবুল চৌধুরীর বাংলাদেশ মুসলিম লীগ, মুফতি মহিউদ্দিন ইকরামের জমিয়তে উলামায়ে ইসলাম, মাওলানা আবদুর রকীবের ইসলামী ঐক্যজোট, তাসমিয়া প্রধানের জাতীয় গণতান্ত্রিক পার্টি, নুরুল ইসলামের বাংলাদেশ সাম্যবাদী দল, এবং আবুল কাসেমের বাংলাদেশ ইসলামিক পার্টি।

সংবাদ সম্মেলনে জোটের নেতারা বলেন, ৭ দফা দাবিতে ১২ দলীয় জোট চলমান সরকারবিরোধী আন্দোলনের পাশাপাশি আগামীতে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলন করবে। বিএনপির ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ২৭ দফা সংস্কার প্রস্তাবের সঙ্গে একাত্মতাও ঘোষণা করেছে ১২ দলীয় জোট।

উল্লেখ্য, ১২ দলীয় এই জোটের মধ্যে একমাত্র সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের বাংলাদেশ কল্যাণ পার্টির নির্বাচন কমিশন কর্তৃক নিবন্ধন রয়েছে।

আইকে

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2023.
Site Customized By NewsTech.Com
x