1. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  2. m.editor.priyoalo@gmail.com : Farhadul Islam : Farhadul Islam
  3. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
  4. imran.vus@gmail.com : Sabana Akter : Sabana Akter
বাংলাদেশে কোনো নিরপেক্ষ লোক নেই: আকবর আলী - প্রিয় আলো

বাংলাদেশে কোনো নিরপেক্ষ লোক নেই: আকবর আলী

  • আপডেট সময় শনিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ১২৭
Image 166726 1645279920

বাংলাদেশে বর্তমানে কোনো নিরপেক্ষ লোক নেই এমন মন্তব্য করে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. আকবর আলি খান বলেছেন, সার্চ কমিটির ওপর আস্থা নেই। কারণ যারা সার্চ কমিটিতে আছেন তারা সকলই দল করেন। আবার দল না করলেও কোনো না কোনো পক্ষের রয়েছে।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে নাগরিক সমাজ আয়োজিত ‘বর্তমান জাতীয় সংকট এবং সমাধানের নাগরিক ভাবনা’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন ড. আকবর আলি খান।

আকবর আলি খান আরও বলেন, বাংলাদেশের নির্বাচনি সিস্টেম যুক্তরাষ্ট্রের মতো করতে হবে। আর সেটা করতে হলে সংবিধান সংশোধন করতে হবে। আমাদের সাংবিধানিকভাবে নির্বাচনের ব্যবস্থা করতে হবে এবং আমলাতন্ত্রকে সরকারের রাহুগ্রাস থেকে মুক্ত করতে হবে। এটা করতে পারলে সরকার এবং আমলাতন্ত্র উভয়েই লাভবান হবে। তবে এ ধরনের সমস্যার রাতারাতি সমাধান করা সম্ভব নয়।

আলোচনায় আরও অংশ নেন- গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, সাবেক প্রধান নির্বাচন কমিশনার ড. এটিএম শামসুল হুদা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক আসিফ নজরুল, বেলার প্রধান নিবার্হী সৈয়দা রিজওয়ানা হাসান।

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2023.
Site Customized By NewsTech.Com
x