1. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  2. m.editor.priyoalo@gmail.com : Farhadul Islam : Farhadul Islam
  3. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
  4. imran.vus@gmail.com : Sabana Akter : Sabana Akter
বাংলাদেশের বোলিংয়ের প্রশংসায় স্মিথ - প্রিয় আলো

বাংলাদেশের বোলিংয়ের প্রশংসায় স্মিথ

  • আপডেট সময় মঙ্গলবার, ২২ মার্চ, ২০১৬
  • ১৭২
Smith1458591683
Smith1458591683

অস্ট্রেলিয়ান অধিনায়ক স্মিথ

ক্রীড়া প্রতিবেদক: ধারালো ব্যাটিং আক্রমণ নিয়েও বাংলাদেশের বিপক্ষে জিততে কষ্ট হয়েছে অস্ট্রেলিয়ার। বাংলাদেশের দেওয়া ১৫৭ রানের জবাবে অস্ট্রেলিয়া জিতেছে ৯ বল ও ৩ উইকেট হাতে রেখে।

 

খাজা, স্মিথ, ওয়ার্নার, ওয়াটসন ও ম্যাক্সওয়েলদের বিপক্ষে শেষ পর্যন্ত লড়াই করেছে বাংলাদেশ। বারবার পিছিয়ে পড়েও বোলিংয়ে ফিরে এসে অস্ট্রেলিয়ার ওপর চাপ তৈরি করেছে টাইগাররা। বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বোলিং ও ফিল্ডিংয়ে আরো ভালো কিছু প্রত্যাশা করেছিলেন। কিন্তু অস্ট্রেলিয়া দলের অধিনায়ক স্টিভেন স্মিথ জানালেন বাংলাদেশ স্বল্প পুঁজি নিয়ে যথেষ্ট লড়াই করেছে।

 

স্টিভেন স্মিথ পুরস্কার বিতরণী মঞ্চে বলেন, ‘স্কোর আহামরি বড় ছিল না। কিন্তু বাংলাদেশ বেশ ভালো চ্যালেঞ্জ দেখিয়েছে। আমাদের জন্য এ স্কোর তাড়া করা কঠিন করে দিয়েছিল। শেষদিকে আমরা চাপে ছিলাম। ম্যাচের মধ্যভাগে বাংলাদেশের বোলাররা দারুণ বোলিং করেছে। আমরা ওই ওভারগুলোতে ভালো করতে পারিনি।’

 

দল জয়ের ধারায় ফেরায় সন্তুষ্ট স্মিথ। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ হেরেছিল অসিরা। সেমিফাইনালে যেতে হলে তাদেরকে আরো একটি ম্যাচ জিততে হবে। হারাতে হবে ভারত ও পাকিস্তানের মতো পরাশক্তিকে। কাজটা সহজ নয়, সেটা স্বীকার করলেন স্মিথ নিজেই। তার ভাষ্য,‘আমরা অনেক সফর করছি, এটা কোনো অজুহাত হতে পারে না। পাকিস্তান ও ভারত এ ধরনের কন্ডিশনে খেলে অভ্যস্ত। তাদেরকে হারাতে হলে আমাদেরকে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে হবে। তারা অনেক ভালো দল। এখানকার উইকেটও এখন ভিন্ন। আইপিএলে যে ধরনের উইকেটে খেলা হতো, এখন সেরকম নেই। ভালো করতে হলে আমাদেরকে দ্রুত মানিয়ে নিতে হবে।’

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2023.
Site Customized By NewsTech.Com
x