1. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  2. m.editor.priyoalo@gmail.com : Farhadul Islam : Farhadul Islam
  3. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
  4. imran.vus@gmail.com : Sabana Akter : Sabana Akter
বাংলাদেশকে ফাইজারের আরও ১ কোটি টিকা দেবে যুক্তরাষ্ট্র - প্রিয় আলো

বাংলাদেশকে ফাইজারের আরও ১ কোটি টিকা দেবে যুক্তরাষ্ট্র

  • আপডেট সময় মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৩৫
Vacsine

অনুদান হিসেবে বাংলাদেশকে আরও ১ কোটি ডোজ ফাইজারের টিকা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

সোমবার (৩১ জানুয়ারি) ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

ফেসবুক পোস্টটি তুলে ধরা হলো-

যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ফাইজারের তৈরি কোভিড-১৯’র আরও ১ কোটি ডোজ টিকা অনুদান দিচ্ছে। এ নিয়ে যুক্তরাষ্ট্রের টিকা অনুদানের মোট পরিমাণ দাঁড়ালো ৩ কোটি ৮০ লক্ষ এবং আরও লক্ষ লক্ষ ডোজ টিকা আসার অপেক্ষায় রয়েছে।

এই টিকা অনুদানের ফলে বাংলাদেশের জন্য শিক্ষার্থী এবং যারা এখনও টিকার প্রথম ডোজ পাওয়ার অপেক্ষায় আছে তাদের কাছে টিকা পৌঁছে দেওয়া সহজ হবে। তাছাড়া ভাইরাসের নতুন ধরন ওমিক্রনের ক্রমবর্ধমান সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে নাজুক মানুষেরা ফাইজারের বুস্টার ডোজ টিকা নিতে সক্ষম হবে।

কোভিড-১৯ সংক্রমণের ঊর্ধ্বগতির সঙ্গে সঙ্গে এই জোয়ার কমিয়ে আনতে বাংলাদেশকে সহায়তা প্রদানে যুক্তরাষ্ট্র আমাদের প্রচেষ্টাকে ক্রমাগত জোরদার করছে। এখনও আমরা সবাই এই লড়াইয়ে সামিল!

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2023.
Site Customized By NewsTech.Com
x