1. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  2. m.editor.priyoalo@gmail.com : Farhadul Islam : Farhadul Islam
  3. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
  4. imran.vus@gmail.com : Sabana Akter : Sabana Akter
ফেরির অপেক্ষায় রাত দিন একাকার - প্রিয় আলো

ফেরির অপেক্ষায় রাত দিন একাকার

  • আপডেট সময় শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০১৭
  • ২৪৮
Feri

নিজস্ব প্রতিবেদক : স্বজনদের সঙ্গে ঈদুল আজহা উদযাপন শেষে রাজধানীতে ফিরছে মানুষ। ফেরার পথে ভোগান্তিতে পড়তে হচ্ছে দক্ষিণাঞ্চলের মানুষদের। ফেরিঘাটে কাটাতে হচ্ছে ঘণ্টার পর ঘণ্টা।

শিমুলিয়া-কাঠালবাড়ি রুটে নাব্য সংকটে ফেরি চলাচলে বিঘ্ন ঘটায় চাপ বেশি পড়ছে দৌলদিয়া-পাটুরিয়া রুটে। তা ছাড়া বাস যাত্রীদের গুণতে হচ্ছে বাড়তি ভাড়া।

এসকেএম নয়ন নামে এক যাত্রী জানান, তিনি শুক্রবার সকাল ৯টায় বাসা থেকে বের হন। ভুরঘাটা নামক স্থান থেকে বাস ছাড়া কথা ছিলো সকাল ১০টায়। বাস আসতে দেরি হওয়ায় সেই বাস ছাড়ে বেলা আড়াইটার দিকে। দৌলদিয়া ঘাটে পৌঁছান বিকেল সাড়ে ৫টার দিকে। সেখানে পৌঁছে দেখেন ফেরি পারাপরের অপেক্ষায় থাকা গাড়ির দীর্ঘ লাইন।

তিনি বলেন, রাত পৌনে ১টার দিকে ফেরিতে গাড়ি ওঠে। বাসায় পৌঁছাতে বেজে যায় রাত ৪টা।

শুধু নয়ন নয়, দক্ষিণাঞ্চলের অনেকেই এমন দুর্ভোগে পড়ছেন। কথা হয় বাগেরহাট থেকে আসা সুজনের সঙ্গে। তিনি জানান, তিনি মাওয়া হয়ে এসেছেন। সেখানেও তাকে ভোগান্তিতে পড়তে হয়েছে।

তিনি বলেন, ফেরিতে গাড়ি ওঠার পর নদী পার হতে সময় লাগে ২ ঘণ্টা।

তবে এই ভোগান্তি এড়াতে অনেকে মাওয়া পার হচ্ছেন স্প্রিড বোডে। তবে সেখানে গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। আগে যেখানে ভাড়া ছিলো ১২০ টাকা, এখন সেখানে নেওয়া হচ্ছে ২০০ টাকা।

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2023.
Site Customized By NewsTech.Com
x