1. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  2. m.editor.priyoalo@gmail.com : Farhadul Islam : Farhadul Islam
  3. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
  4. imran.vus@gmail.com : Sabana Akter : Sabana Akter
‘প্রশ্ন ফাঁস আগেও হয়েছে, এখনও হচ্ছে- এটা কোনো যুক্তি হতে পারে না’ - প্রিয় আলো

‘প্রশ্ন ফাঁস আগেও হয়েছে, এখনও হচ্ছে- এটা কোনো যুক্তি হতে পারে না’

  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৮
  • ২৩৫
26 02

সুমাইয়া সুলতানাঃ আগে মানুষ অন্যায় করেছে, চুরি করেছে বলে এখন কি আমরাও তা করবো? প্রশ্ন ফাঁস আগেও হয়েছে, এখনও হচ্ছে- এটা কোনো যুক্তি হতে পারে না বলে মন্তব্য করেছেন আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আব্দুল মতিন খসরু। আগে হয়েছে, এটা কী কোনো যুক্তি হলো? ২৫ই ফেব্রুয়ারি, রোববার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু এসব কথা বলেন। তিনি শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে আরও বলেন, আমাদের সাহায্য নেন। সবাইকে ডাকেন। কেন প্রশ্নপত্র ফাঁস বন্ধ করা যাবে না? প্রশ্নপত্র ফাঁস হয়েছে আর কোনো দিন এটা শুনতে চাই না।

আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সরকার দলীয় এই সংসদ সদস্য আরও বলেন, শেখ হাসিনার এতো অর্জনকে দু-একটি অপকর্ম দিয়ে ম্লান করে দেবেন, এটা হতে পারে না। যারা পারেন না –‘হি মাস্ট রিজাইন’। আওয়ামী লীগে লোকের অভাব নেই। আপনাদের দু’একজনের ব্যর্থতার দায় আওয়ামী লীগ নেবে না। শেখ হাসিনা নেবে না। আমরা নেবো না।

আমরা প্রজন্ম মেধাবী গড়তে চাই। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম মেধাবী হবে, সৎ হবে এটাই আমরা চাই। তবে হতাশ হওয়ার কিছু নেই। আমাদের এগিয়ে যাওয়ার পথ প্রশস্ত। আমরা এগিয়ে যাবোই। বাংলাদেশকে পিছনে ফিরে তাকাতে হবেনা। তারুণ্যকে কিভাবে কাজে লাগাতে পারি, সকলে বসে সে সিদ্ধান্ত নিতে হবে।

উল্লেখ্য, এর আগে প্রধানমন্ত্রী গণভবনে এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘প্রশ্নপত্র আগেও ফাঁস হয়েছে, এটি নতুন কিছু নয়; যুগ যুগ ধরে প্রশ্ন ফাঁস হয়ে আসছে, আগে প্রকাশ হতোনা এখন প্রকাশ হচ্ছে। এমনকি শিক্ষামন্ত্রীও একাধিকবার এ কথা বলেছেন।

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2023.
Site Customized By NewsTech.Com
x