1. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  2. m.editor.priyoalo@gmail.com : Farhadul Islam : Farhadul Islam
  3. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
  4. imran.vus@gmail.com : Sabana Akter : Sabana Akter
প্রমোদতরীতে প্রেমিকের সঙ্গে স্টিভ জবসের স্ত্রী - প্রিয় আলো

প্রমোদতরীতে প্রেমিকের সঙ্গে স্টিভ জবসের স্ত্রী

  • আপডেট সময় শুক্রবার, ২৮ জুলাই, ২০১৭
  • ২৩৩
Promod1

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক :বিশ্বের সবচেয়ে দামি প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা প্রয়াত স্টিভ জবস জীবিত থাকাকালীন সময়ে ১০০ মিলিয়ন ডলার ব্যয়ে নির্মাণ করেছিলেন তার স্বপ্নের বিলাসবহুল ‘ভেনাস’ নামক ইয়ট (প্রমোদতরী)। কিন্তু তিনি তা ব্যবহার করতে পারেননি, তার আগেই মৃত্যুবরণ করেন।

স্টিভ জবসের বিধবা স্ত্রী লরেন পাওয়েল জবসকে সম্প্রতি দেখা গেছে প্রেমিকের সঙ্গে সেই ইয়টে চেপে ছুটি উদযাপন করতে। এ সময় সঙ্গে ১৯ বছর বয়সি মেয়ে ইভকেও দেখা গেছে।

২০০৮ সালে ফরাসি ডিজাইনার ফিলিপ স্টার্ককে ২৫৬ ফুট লম্বা বিলাসবহুল ইয়ট ‘ভেনাস’ ডিজাইনের দায়িত্ব দেন স্টিভ জবস এবং পরবর্তীতে ক্যানসার ধরা পড়লে স্বপ্নের ইয়টটি তিনি দেখে যেতে পারেননি, ২০১১ সালে মৃত্যুবরণ করেন। মৃত্যুর ১ বছর পরে ২০১২ সালে তার স্বপ্নের ভেনাস নির্মিত হয়। ভেনাসের অভ্যন্তরে ব্যবহৃত হয়েছে অ্যাপল উদ্ভাবিত অত্যাধুনিক সব প্রযুক্তি। ইয়টটির কাঠামোগত কাঁচ তৈরিতে অ্যাপল স্টোরের প্রধান ডিজাইনারকে দায়িত্ব দেন স্টিভ জবস। বিলাসবহুল এই ইয়টের ক্যাপ্টেনের রুমে ২৭ ইঞ্চি আই-ম্যাকের সারি যুক্ত রয়েছে।

অগ্ন্যাশয়ের ক্যানসারে ভুগে স্টিভ জবস ২০১১ সালের অক্টোবরে ৫৬ বছর বয়সে মৃত্যুবরণ করেন। স্টিভ জবসের রিড, আইরিন ও ইভ নামক তিন সন্তানের মা পাওয়েল। এছাড়া জবসের আগের ঘরের লিসা নামক এক সন্তানের সৎমা পাওয়েল। ১৯৯১ সালে জবসের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন পাওয়েল। ২০ বছর ধরে সংসার করেছেন জবস পাওয়েল দম্পত্তি।

 

পাওয়েলের বর্তমান বয়ফেন্ড ওয়াশিংটন ডি.সির সাবেক মেয়র আদ্রিয়ান ফেনটি। ফেনটি তার স্ত্রী মিশেলের সঙ্গে ১৩ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন ২০১৩ সালের জানুয়ারিতে। এই দম্পত্তিরও তিন সন্তান রয়েছে। তবে ফ্যানটির সঙ্গে তার স্ত্রীর ছাড়াছাড়িতে পাওয়েলের কোনো হাত নেই। ২০১১ সালে হাউসটন এডুকেশন কনফারেন্সে ফেনটি ও পাওয়েলের প্রথম দেখা হয়।

৫৩ বছর বয়সি পাওয়েল ও ৪৬ বছর বয়সি ফেনটি ২০১৩ সাল থেকে ডেটিং শুরু করলেও, তাদের রোমান্সের ছবি প্রকাশ্যে আসে ২০১৫ সালে জানুয়ারিতে ক্যারিবীয় অঞ্চলে এক বিলাসবহুল ইয়টে ছুটি উদযাপনের সময়।

গতকাল ২৬ জুলাই, পাওয়েল-ফেনটি জুটিকে ছুটি উদযাপনে দেখা গেছে ক্রোয়েশিয়ার দর্শণীয় স্থান ডুব্রোভনিকে। সঙ্গে ছিল জবসের কনিষ্ঠ কন্য ইভ। তারা স্টিভ জবসের বহুল আলোচিত ‘ভেনাস’ ইয়ট নিয়ে সাগরে ভাসেন।

স্টিভ জবসের মৃত্যুর পরে উত্তরাধিকার সূত্রে তার বিধবা স্ত্রী পাওয়েল ১০ বিলিয়ন ডলারের মালিক হন। এছাড়াও তিনি দুটো ব্যক্তিগত বিমান, চারটি রিয়েল এস্টেট প্রোপার্টি, ওয়াল্ট ডিজনি ও অ্যাপল কোম্পানির শেয়ার মালিক হন। যা তাকে পরিণত করে যুক্তরাষ্ট্রের নারীদের মধ্যে সব চেয়ে ধনী নারী হিসেবে। ধনী নারী হওয়া সত্ত্বেও পাওয়েল সামাজিক কল্যাণে কাজ করতে কম লাভে ব্যবসা পরিচালনা করছেন। ফোর্বসের ম্যাগাজিনের র‌্যাংকিংয়ের ভিত্তিতে পাওয়েল বর্তমানে বিশ্বের ষষ্ঠতম সবচেয়ে ধনী নারী।

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2023.
Site Customized By NewsTech.Com
x