1. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  2. m.editor.priyoalo@gmail.com : Farhadul Islam : Farhadul Islam
  3. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
  4. imran.vus@gmail.com : Sabana Akter : Sabana Akter
পেলের মৃত্যুতে শোক ক্রীড়া অঙ্গনে - প্রিয় আলো

পেলের মৃত্যুতে শোক ক্রীড়া অঙ্গনে

  • আপডেট সময় শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২
  • ৯৩
01

ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার পেলে আর নেই। আজ ব্রাজিলের সাও পাওলোর এক হাসপাতালে ৮২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ক্রীড়া অঙ্গের অনেকেই।

ব্রাজিলিয়ান ফুটবলার র্রবাতো কারলোস লিখেন, ‘আপনি আমাদের জন্য যা করেছেন তার জন্য ফুটবল বিশ্ব আপনাকে ধন্যবাদ ধন্যবাদ কিং।’

ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার ইউনাটেডের পক্ষ থেকে লেখা হয়,‘শান্তিতে আছেন, পেলে। সারা বিশ্বের ফুটবল ভক্তদের জন্য আপনি যে আনন্দ এনেছেন তার জন্য আপনাকে ধন্যবাদ।’

ইতালিয়ান ক্লাব রোমার পক্ষ থেকে লেখা হয়, ‘চিরকালের কিংবদন্তী। শান্তিতে বিশ্রাম নাও, পেলে।’

ব্রাজিল দলের পক্ষ থেকে বলা হয়, ‘সাও পাওলোর অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতালে এই বৃহস্পতিবার এডসন আরান্টেস ডো ন্যাসিমেন্টো, পেলে এর মৃত্যুতে ব্রাজিলিয়ান ফুটবল দল শোক প্রকাশ করছে। পেলে সর্বকালের সেরা ক্রীড়াবিদের চেয়ে অনেক বেশি ছিল। আমাদের ফুটবলের রাজা বিজয়ী, বিজয়ী ব্রাজিল যে বিপদের মুখে ভয় পায় নি। পেলে আমাদের দেখিয়েছেন যে সবসময় একটি নতুন উপায় আছে। বিশ্বকাপ দিয়ে আমাদের তিনটি উপহার দিলেন, সাথে হলুদ জার্সিতে ১১৩ ম্যাচে ৯৫ গোল করা।
রাজা আমাদের একটি নতুন ব্রাজিল দিয়েছেন এবং আমরা শুধুমাত্র তার উত্তরাধিকারকে ধন্যবাদ দিতে পারি।
ধন্যবাদ, পেলে।’

আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী তারকা খেলোয়াড় লিওনেল মেসি লিখেছেন, ‘শান্তিতে বিশ্রাম নিন, @পেলে।’

পোলাল্ডের তারকা খেলোয়াড় রাবার্ট লেভানদস্কি লিখেন, ‘শান্তিতে থাকুন চ্যাম্পিয়ন। স্বর্গে একটি নতুন তারকা আছে, এবং ফুটবল বিশ্ব একজন নায়ককে হারিয়েছে।’

স্পনিশ ক্লাব বার্সেলোনা লিখে, ‘সর্বকালের অন্যতম সেরা ফুটবলার “রেই” পেলের মৃত্যুতে বার্সা তার দুঃখ প্রকাশ করেছে। তিনি ফুটবলকে আগের চেয়ে অনেক বড় করেছেন। যদি সে শান্তিতে বিশ্রাম নিতে পারত।’

পেলে এতদিন ধরে তার বড় মেয়ে অবশ্য তার শারীরিক অবস্থাকে স্থিতিশীল বলে দাবি করে আসছিলেন। অসুস্থতার কারণে হাসপাতালেই বড়দিন উদযাপন করেছে পেলের পরিবার। এর ৪ দিন পর পৃথিবী ত্যাগ করলেন ফুটবল জগতের এ মহাতারকা।

ফ্রান্সের ক্লাব পিএসজি পক্ষ থেকে লেখা হয়,‘চিরকালের রাজা। প্যারিস সেন্ট জার্মেই এই দুঃখজনক সময়ে বন্ধু, পরিবার এবং সমগ্র ব্রাজিলীয় জনগণের প্রতি সমবেদনা জানায়।আপনি যাদু ঘটিয়েছেন, রাজা.সবকিছুর জন্য তোমাকে ধন্যবাদ।

ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবেরপক্ষ থেকে লেখা হয়, ‘সর্বকালের সেরাদের একজন। শান্তিতে বিশ্রাম নিন, পেলে।’

স্প্যানিশম লিগের পক্ষ থেকে জানানো হয়, ‘বিশ্ব ফুটবলের কিংবদন্তি।#LaLiga পেলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে। আমাদের চিন্তা ও প্রার্থনা তার পরিবার এবং বন্ধুদের কাছে যায়। শান্তিতে বিশ্রাম, হে রে’।

ইংলিশ ক্লাব লিভারপুরের পক্ষ থেকে জানানো হয়, ‘একজন কিংবদন্তি, আইকন এবং গেমের সত্যিকারের মহান যাকে চিরকাল মনে রাখা হবে। শান্তিতে বিশ্রাম নিন, পেলে।’

কলকাতার ক্লাব মোহনবাগান লিখে, ‘শান্তিতে বিশ্রাম নিন, পেলে।আমরা তার দুঃখজনক মৃত্যুতে তার পরিবার এবং তার নিকটবর্তী সকলের প্রতি গভীর সমবেদনা জানাই।

একটি ক্লাব হিসাবে, আমরা ১৯৭৭ সালে ইডেন গার্ডেনে ফুটবলের রাজাকে হোস্ট করার বিশেষাধিকার পেয়েছিলাম – একটি স্মৃতি যা আমরা সবসময় লালন করব।’

ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব টটেনহাম লিখে, ‘পেলের মৃত্যুর খবর পেয়ে ক্লাবটি শোকাহত। আমাদের চিন্তাভাবনা এই অবিশ্বাস্যভাবে দুঃখজনক সময়ে তার পরিবারের সাথে রয়েছে। ফুটবলের সর্বকালের সেরাদের একজনকে রিপ করুন ’

সারা বিশ্বে ফুটবলকে জনপ্রিয় করার পেছনে অন্যতম অবদান পেলের। তাকে ফুটবলের রাজা ও কালো মানিক উপাধি দেওয়া হয়েছে। বিশ্বকাপ ফুটবল ইতিহাসে তিনিই একমাত্র ফুটবলার যার তিনটি বিশ্বকাপ জয়ের রেকর্ড রয়েছে ( ১৯৫৮, ৬২ ও ৭০)। এছাড়াও দলের হয়ে ৯২ ম্যাচে ৭৭ গোল করে ব্রাজিলের সর্বকালের শীর্ষ গোলদাতাও হয়েছেন এ কিংবদন্তি।

আইকে

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2023.
Site Customized By NewsTech.Com
x