1. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  2. m.editor.priyoalo@gmail.com : Farhadul Islam : Farhadul Islam
  3. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
  4. imran.vus@gmail.com : Sabana Akter : Sabana Akter
পানির জন্য জীবনের ঝুঁকি নিয়ে কুয়ায় নামার ভিডিও ভাইরাল - প্রিয় আলো

পানির জন্য জীবনের ঝুঁকি নিয়ে কুয়ায় নামার ভিডিও ভাইরাল

  • আপডেট সময় শুক্রবার, ৩ জুন, ২০২২
  • ১৪৭
Kuya

পানির জন্য এক নারীর কুয়ায় নামার পর দেয়াল বেয়ে উপরে উঠে আসার একটি ভিডিও ভারতের মধ্য প্রদেশের বেশ কিছু এলাকায় খাবার পানির তীব্র সংকটের চিত্র সামনে এনেছে।

ভিডিওটিতে খাবার পানির জন্য নামার পর দড়ি বা প্রয়োজনীয় উপকরণ ছাড়াই ওই নারীকে কুয়ার দেয়াল ধরে ধরে উপরে উঠতে দেখা গেছে। পরে আরেক নারীকেও একইভাবে উপরে উঠতে দেখা যায়।

বিবিসি জানিয়েছে, কুয়া ও পুকুরগুলো শুকিয়ে যাওয়ায় রাজ্যটির ঘুসিয়া গ্রামের বাসিন্দাদের বাধ্য হয়েই এখন এমন ভয়াবহ ঝুঁকি নিতে হচ্ছে। ভারতের আরও কিছু এলাকাও প্রায় একই ধরনের খাবার পানির সংকটে ভুগছে।

পানির জন্য ভারতীয়দের জীবনের ঝুঁকি নেওয়ার ভিডিও প্রায়ই ভাইরাল হচ্ছে। এপ্রিলেও প্রায় একই ধরনের একটি ভিডিওতে মহারাষ্ট্রে এক নারীকে পানি নিতে কুয়ায় নামতে দেখা গিয়েছিল।

২০১৯ সালের এক বৈশ্বিক প্রতিবেদনে যে ১৭টি দেশে চাহিদার তুলনায় পানির ঘাটতি তীব্র বলে জানানো হয়েছিল, ভারত ছিল তার একটি। মধ্য প্রদেশে, পাঞ্জাব, রাজস্থান, উত্তর প্রদেশ, গুজরাট, উত্তরাখণ্ড ও হরিয়ানায় এ সংকট তীব্র বলেও ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল।

মধ্য প্রদেশে প্রতি গ্রীষ্মেই পানির ঘাটতিজনিত সমস্যা মারাত্মক আকার ধারণ করে। রাজ্যটির সরকার ২০২৪ সালের মধ্যে প্রতিটি গ্রামে কলের পানি সরবরাহের প্রতিশ্রুতি দিলেও ভারতের মধ্যাঞ্চলীয় এ রাজ্যটির লাখ লাখ মানুষের কাছে খাবার পানি এখনও দুর্লভ।

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী অনেকেই ভাইরাল এই ভিডিও দেখে ‘হৃদয় ভেঙে যাওয়ার’ কথা জানিয়েছেন। পাশাপাশি ঘুসিয়া গ্রামের বাসিন্দাদের জরুরি ভিত্তিতে সহায়তা দিতে সরকারি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন।

বিশ্বের মধ্যে সবচেয়ে বড় ভূগর্ভস্থ পানি উত্তোলনকারী দেশ ভারত, দেশটির অনেকে এখনও দৈনন্দিন পানির জন্য কুয়া বা নলকূপের উপর নির্ভরশীল। মাটির নিচে থাকা পানির স্তর দিন দিন নামতে থাকায় দেশটির দুই-তৃতীয়াংশ জেলা হুমকির মুখে রয়েছে বলে জানিয়েছে বিশ্ব ব্যাংক।

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2023.
Site Customized By NewsTech.Com
x