1. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  2. m.editor.priyoalo@gmail.com : Farhadul Islam : Farhadul Islam
  3. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
  4. imran.vus@gmail.com : Sabana Akter : Sabana Akter
পাকিস্তানে নিরাপত্তাচৌকিতে হামলা, দুই কর্মকর্তাসহ ৭ সেনা নিহত - প্রিয় আলো

পাকিস্তানে নিরাপত্তাচৌকিতে হামলা, দুই কর্মকর্তাসহ ৭ সেনা নিহত

  • আপডেট সময় শনিবার, ১৬ মার্চ, ২০২৪
  • ৮৬
Pak Bdp

পাকিস্তানের উত্তর-পশ্চিম খাইবার পাখতুনখাওয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তান জেলার মির আলী এলাকায় একটি নিরাপত্তাচৌকিতে সন্ত্রাসী হামলায় দুই কর্মকর্তাসহ সাত সেনা নিহত হয়েছেন। এসময় পাল্টা হামলায় ৬ সন্ত্রাসী নিহত হয়েছে।

দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) শনিবার এ তথ্য জানিয়েছে।

সামরিক বাহিনীর মিডিয়া শাখার মতে, এদিন ছয়জন সন্ত্রাসীর একটি দল উত্তর ওয়াজিরিস্তান জেলার মির আলীতে একটি নিরাপত্তাচৌকিতে হামলা চালায়। সেনারা অনুপ্রবেশের প্রাথমিক চেষ্টাকে ব্যর্থ করার সঙ্গে সঙ্গে সন্ত্রাসীরা একটি বিস্ফোরক বোঝাই গাড়ি চৌকিতে ঢুকিয়ে দেয়। এরপর একাধিক আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে এবং একটি ভবনের একটি অংশ ধসে পড়ে। এতে পাঁচজন নিহত হয়। প্রাথমিক আক্রমণে নিহতদের মধ্যে রয়েছেন জেলা খাইবারের বাসিন্দা হাবিলদার সাবির, নায়েক খুরশিদ, সিপাহি নাসির, রাজা ও সাজ্জাদ।

আইএসপিআর আরও জানিয়েছে, পরবর্তী সময়ে লেফটেন্যান্ট কর্নেল কাশিফের নেতৃত্বে অভিযান পরিচালনার ছয় সন্ত্রাসীকে হত্যা করে। তবে তীব্র গোলাগুলিতে লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ কাশিফ আলী (৩৯) এবং ক্যাপ্টেন মুহাম্মদ আহমেদ বদর (২৩) নিহত হন।

সূত্র : ডন ও জিও নিউজ।

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2023.
Site Customized By NewsTech.Com
x