1. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  2. m.editor.priyoalo@gmail.com : Farhadul Islam : Farhadul Islam
  3. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
  4. imran.vus@gmail.com : Sabana Akter : Sabana Akter
নারীদের জন্য বিশ্ববিদ্যালয় নিষিদ্ধ করল তালেবান - প্রিয় আলো

নারীদের জন্য বিশ্ববিদ্যালয় নিষিদ্ধ করল তালেবান

  • আপডেট সময় বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২
  • ৯২
1671599410.taliban

আফগানিস্তানে নারীদের বিশ্ববিদ্যালয়ে পড়া নিষিদ্ধ করেছে তালেবান সরকার। এক চিঠির মাধ্যমে এ তথ্য জানিয়েছে দেশটির উচ্চশিক্ষা মন্ত্রণালয়।

চিঠিতে বলা হয়, অবিলম্বে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, তালেবান সরকার এমন নিষেধাজ্ঞা নারী শিক্ষাকে আরও সীমাবদ্ধ করেছে।সরকারের এমন সিদ্ধান্ত দেশটির তরুণদের মধ্যে নিন্দা ও হতাশার জন্ম দিয়েছে।

দেশটির উচ্চশিক্ষা মন্ত্রী জানান, ‘নারীদের উচ্চ শিক্ষার বিষয়ে এ সিদ্ধান্ত পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে। দ্রুততম সময়ের মধ্যে এই পদক্ষেপ কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, গত বছর ক্ষমতায় আসে তালেবানরা। এরপরেই দেশটির শিক্ষা ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আনা হয়। নারীদের জন্য আলাদা ক্লাস ও প্রবেশ পথ তৈরি করা হয়। এমনকি নারী অধ্যাপক কিংবা বয়স্ক পুরুষ অধ্যাপক দিয়েই নারী শিক্ষার্থীদের পাঠদানের সিদ্ধান্ত নেওয়া হয়।

আইকে

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2023.
Site Customized By NewsTech.Com
x