1. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  2. m.editor.priyoalo@gmail.com : Farhadul Islam : Farhadul Islam
  3. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
  4. imran.vus@gmail.com : Sabana Akter : Sabana Akter
নাইজেরিয়ায় নৌযান ডুবে কমপক্ষে ৭৬ আরোহীর মৃত্যু - প্রিয় আলো

নাইজেরিয়ায় নৌযান ডুবে কমপক্ষে ৭৬ আরোহীর মৃত্যু

  • আপডেট সময় সোমবার, ১০ অক্টোবর, ২০২২
  • ৯২
Unnamed

নাইজেরিয়ায় নৌকাডুবিতে কমপক্ষে ৭৬ জন প্রাণ হারালেন। দেশটির দুর্যোগব্যবস্থাপনা মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী নিহতদের বেশিরভাগই নারী ও শিশু।

আফাম ওগেন নামের এক স্থানীয় বাসিন্দা রয়টার্সকে জানায়, বন্যায় বেশিরভাগ রাস্তাঘাট নষ্ট হয়ে যাওয়ায় নৌকায় চলাচল করতে হচ্ছে। ফলে এমন দুর্ঘটনা ঘটেছে।

এক বিবৃতিতে দেশটির প্রেসিডেন্ট টুইটারে জানান, নৌযানটিতে কমপক্ষে ৮০ আরোহী ছিলেন। তারা ওগবারু এলাকার স্থানীয় বাজারের দিকে যাচ্ছিলেন। কিন্তু পথে ইঞ্জিনে ত্রুটি ধরা পড়ে। নিয়ন্ত্রণ হারিয়ে নৌযানটি ব্রিজের সাথে ধাক্কা খেয়ে তলিয়ে যায়। পানির গভীরতা অনেক বেশি হওয়ায় এবং তীব্র স্রোত থাকায় ব্যাহত হয় উদ্ধারকাজ। চারজনকে জীবিত উদ্ধার করা গেলেও তাদের অবস্থা সংকটাপন্ন।

এ ঘটনায় গভীর সমবেদনা জানিয়েছেন প্রেসিডেন্ট মুহাম্মদু বুহারি। নির্দেশ দিয়েছেন পূর্ণাঙ্গ তদন্তের। একইসাথে, নৌ-চলাচলের ক্ষেত্রে সুরক্ষা বৃদ্ধির আদেশও দেন রাষ্ট্রপ্রধান।

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2023.
Site Customized By NewsTech.Com
x