1. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  2. m.editor.priyoalo@gmail.com : Farhadul Islam : Farhadul Islam
  3. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
  4. imran.vus@gmail.com : Sabana Akter : Sabana Akter
নতুন মুদ্রানীতি ঘোষণা বাংলাদেশ ব্যাংকের - প্রিয় আলো

নতুন মুদ্রানীতি ঘোষণা বাংলাদেশ ব্যাংকের

  • আপডেট সময় বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪
  • ৪৩
B Bank

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত সংকোচনের পথেই হাঁটবে বাংলাদেশ ব্যাংক। সে জন্য আবারও বাড়ানো হলো নীতি সুদহার। কমানো হয়েছে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্য।

এসব জানিয়ে বুধবার (১৭ জানুয়ারি) বিকেলে চলতি অর্থবছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতি ঘোষণা করে বাংলাদেশ ব্যাংক।

এর আগে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ৩ দফা বাড়ানো হয় নীতি সুদহার। এর ফলে বাংলাদেশ ব্যাংক থেকে অন্যান্য তফসিলী ব্যাংকের ধার করার প্রক্রিয়া আরও কঠিন হলো।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, চলতি অর্থবছর শেষে জিডিপির প্রবৃদ্ধি হবে সাড়ে ৬ ভাগ। মূল্যস্ফীতি নেমে আসবে ৭ শতাংশের ঘরে। পাশাপাশি বেসরকারি খাতে ১০ শতাংশ ও সরকারি খাতে ২৭ দশমিক ৫ শতাংশ ঋণ প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

গভর্নর আব্দুর রউফ তালুকদার জানান, নতুন সরকারের নির্বাচনী ইশতেহারের সাথে এই মুদ্রানীতির সঙ্গতি রয়েছে।

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2023.
Site Customized By NewsTech.Com
x