1. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  2. m.editor.priyoalo@gmail.com : Farhadul Islam : Farhadul Islam
  3. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
  4. imran.vus@gmail.com : Sabana Akter : Sabana Akter
নতুন ঘাঁটি নৌবাহিনীর সক্ষমতা আরও বৃদ্ধি করবে: প্রধানমন্ত্রী - প্রিয় আলো

নতুন ঘাঁটি নৌবাহিনীর সক্ষমতা আরও বৃদ্ধি করবে: প্রধানমন্ত্রী

  • আপডেট সময় বুধবার, ১২ জুলাই, ২০২৩
  • ৬৮
7ec06be2266d895999bf16e6204343bbba407f972f8bb411

পটুয়াখালীর কলাপাড়ায় নৌবাহিনীর নতুন ঘাঁটি বানৌজা শের-ই-বাংলাসহ চারটি প্যাট্রল ক্রাফট ও চারটি ল্যান্ডিং ক্রাফট বাংলাদেশ নৌবাহিনীর সক্ষমতাকে আরও বাড়িয়ে দেবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (১২ জুলাই) গণভবন থেকে দুপুর সাড়ে ১২টায় ভার্চুয়ালি এ নতুন ঘাঁটি উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি। বলেন, বিএনপি ক্ষমতায় আসার পর বরিশালের এ ঘাঁটিটি বন্ধ করে দিয়েছিল। আমরা ক্ষমতায় এসে এগুলো চালু করেছি। সরকার গঠনের পর আমরা সেটি নৌবাহিনীর হাতে তুলে দিয়েছি।

এ সময় প্রধানমন্ত্রী নিজেদের দেশে নিজেদের প্রয়োজনে জাহাজ নির্মাণ করতে সক্ষম হওয়ায় নৌবাহিনীকে ধন্যবাদ জানান।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের মতো দুর্যোগপূর্ণ দেশে সমুদ্র উপকূলবর্তী অঞ্চলগুলোতে প্রচুর প্রাকৃতিক দুর্যোগ হয়। এ দুর্যোগ থেকে মানুষকে রক্ষা করতে এসব ঘাঁটি সুবিধা দেবে।

এ সময় বাংলাদেশের অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় শামিল থেকে দেশকে এগিয়ে নিয়ে যেতে আহ্বান জানিয়ে নৌবাহিনীর প্রধান, নৌবাহিনীর সব সদস্যসহ বানৌজা শের-ই-বাংলা ঘাঁটিতে কর্মরত সবাইকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2023.
Site Customized By NewsTech.Com
x