1. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  2. m.editor.priyoalo@gmail.com : Farhadul Islam : Farhadul Islam
  3. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
  4. imran.vus@gmail.com : Sabana Akter : Sabana Akter
ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত ধর্মগুরু, সহিংসতায় নিহত ৩০ - প্রিয় আলো

ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত ধর্মগুরু, সহিংসতায় নিহত ৩০

  • আপডেট সময় শুক্রবার, ২৫ আগস্ট, ২০১৭
  • ২০৪
Dhorsokgururam

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের ধর্মগুরু গুরমিত রাম রহিম সিং ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর পাঞ্জাব ও হরিয়ানায় সহিংসতায় ৩০ জন নিহত হয়েছে। আহত হয়েছেন আড়াই শতাধিক মানুষ।

গুরমিত রাম রহিম সিংয়ের ক্ষুব্ধ ভক্তরা বিভিন্ন এলাকায় তাণ্ডব চালাচ্ছে। দুটি রেল স্টেশনে আগুন লাগিয়েছে। গাড়ি ভাঙচুর এবং গণমাধ্যমের ভ্যানে আগুন দিয়েছে রাম রহিম সিংয়ের ভক্তরা ।

ধর্মগুরুর সমর্থকদের মোকাবিলা করতে জলকামান, কাঁদানে গ্যাস আর গুলিও চালানো হয়েছে।

গাজিয়াবাদ জেলার ম্যাজিস্ট্রেট সেখানকার সব স্কুল আগামীকাল বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। অপরদিকে, দিল্লির ১১টি জেলায় ১৪৪ ধারা জারি করা হয়েছে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

গুরমিত রাম রহিম সিংকে পুলিশের গ্রেপ্তার করার কথা, কিন্তু ব্যাপক সহিংসতা ছড়ানোর আশঙ্কায় তাকে নিজেদের কাছে না রেখে সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে। তাকে এখন ভারতীয় সেনাবাহিনীর পশ্চিমাঞ্চলীয় সদর দপ্তরে রাখা হয়েছে। পরে তাকে হেলিকপ্টারে করে কোনো দূরবর্তী কারাগারে নেওয়া হবে।

তথ্যসূত্র : বিবিসি, এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়া অনলাইন

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2023.
Site Customized By NewsTech.Com
x