1. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  2. m.editor.priyoalo@gmail.com : Farhadul Islam : Farhadul Islam
  3. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
  4. imran.vus@gmail.com : Sabana Akter : Sabana Akter
দেশে ফিরে যা বললেন মাশরাফি - প্রিয় আলো

দেশে ফিরে যা বললেন মাশরাফি

  • আপডেট সময় রবিবার, ২৭ মার্চ, ২০১৬
  • ১৫৮
33
33

দেশে ফেরার পর মাশরাফি বিন মুর্তজা সাংবাদিকদের সঙ্গে কথা বলেন

ক্রীড়া ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে দারুণ লড়াইয়ে মূলপর্ব নিশ্চিত করে বাংলাদেশ। তাই মূলপর্বে তাদের কাছ থেকে আরো ভালো কিছুর প্রত্যাশায় ছিলেন টাইগার সমর্থকরা। কিন্তু মূলপর্বে গ্রুপ ওয়ানের লড়াইয়ে একটি ম্যাচেও শেষ হাসি হাসতে পারেনি লাল-সবুজের জার্সিধারীরা।

 

জয়ের হাসি হাসতে না পারলেও প্রতিটি ম্যাচে ভালো ক্রিকেট উপহার দিয়েছেন মাশরাফি-তামিম-মুস্তাফিজরা। তবে টাইগার সমর্থকদের সবচেয়ে বেশি পুড়িয়েছে ভারতের বিপক্ষে ১ রানে হারের হতাশা। স্বাগতিকদের বিপক্ষে ভাগ্যবিড়ম্বনায় হেরে গেলেও দারুণ প্রতিযোগিতা হওয়ায় সন্তুষ্ট অনেকেই।

 

টি-টোয়েন্টি মিশন শেষ করে রোববার দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। সকাল ৯টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে মাশরাফি স্কোয়াড। এ সময় বিমানবন্দরে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে মাশরাফি বলেন, ‘সামনে আমরা আরো ভালো করতে পারব, দলের ক্রিকেটারদের মধ্যে এ যোগ্যতা রয়েছে। অনেকগুলো হাড্ডাহাড্ডি ম্যাচ হয়েছে। তবে এবারের আসর থেকে দলের সবাই দারুণ কিছু শিখেছে, যা ভবিষ্যতে সংক্ষিপ্ত ফরম্যাটে ভালো খেলতে সহায়তা করবে।’

 

অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে নিষিদ্ধ হওয়া তাসকিন ও সানিকে নিয়ে মাশরাফি বলেন, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে আমাদের মধ্যে তাসকিন ও সানির শূন্যতা অনুভব হয়েছে। তারা থাকলে হয়তো আরো ভালো করতে পারতাম আমরা। তবে অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে আমাদের জয় পাওয়াটা দরকার ছিল।’

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2023.
Site Customized By NewsTech.Com
x