1. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  2. m.editor.priyoalo@gmail.com : Farhadul Islam : Farhadul Islam
  3. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
  4. imran.vus@gmail.com : Sabana Akter : Sabana Akter
দিনাজপুর ৫টি উপজেলার ৩৫টি ইউনিয়নের নির্বাচন - প্রিয় আলো

দিনাজপুর ৫টি উপজেলার ৩৫টি ইউনিয়নের নির্বাচন

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০১৬
  • ১৭৯
D

দিনাজপুর জেলা প্রতিনিধি:

দিনাজপুরের ৫টি উপজেলার ৩৫টি ইউনিয়ন পরিষদের দ্বিতীয় দফা নির্বাচনে চেয়ারম্যান পদে ১৫৯ জন, সাধারণ মেম্বার পদে ১২১৯ জন ও সংরক্ষিত মহিলা মেম্বার পদে ৪৩৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

দিনাজপুর জেলা নির্বাচন কর্মকর্তা নুরুজ্জামান তালুকদার জানান, জেলার ৫টি উপজেলার ৩৫টি ইউনিয়ন পরিষদের দ্বিতীয় দফা নির্বাচন উপলক্ষে মনোনয়নপত্র গ্রহণ করা হয়। বিরামপুর উপজেলার ৭টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩২ জন, সাধারণ মেম্বার পদে ২৬৫ জন ও মহিলা মেম্বার পদে ৭৫ জন, কাহারোল উপজেলার ৬টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৩ জন, সাধারণ মেম্বার পদে ২২৬ জন ও মহিলা মেম্বার পদে ৭২ জন, বোচাগঞ্জ উপজেলার ৬টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ২২ জন, সাধারণ মেম্বার পদে ২২১ জন ও মহিলা মেম্বার পদে ৬৬ জন ।

ফুলবাড়ী উপজেলার ৭টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ২৫ জন, সাধারণ মেম্বার পদে ১৯৬ জন ও মহিলা মেম্বার পদে ৯৮ জন এবং নবাবগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪৭ জন, সাধারণ মেম্বার পদে ৩২০ জন ও মহিলা মেম্বার পদে ১২৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। আগামী শনি ও রোববার দাখিলকৃত মনোনয়নপত্রগুলো যাচাই-বাছাই করা হবে।

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2023.
Site Customized By NewsTech.Com
x