1. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  2. m.editor.priyoalo@gmail.com : Farhadul Islam : Farhadul Islam
  3. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
  4. imran.vus@gmail.com : Sabana Akter : Sabana Akter
ত্রিপুরার মূখ্যমন্ত্রী হওয়ার পথে চাঁদপুরের বিপ্লব দেব - প্রিয় আলো

ত্রিপুরার মূখ্যমন্ত্রী হওয়ার পথে চাঁদপুরের বিপ্লব দেব

  • আপডেট সময় মঙ্গলবার, ৬ মার্চ, ২০১৮
  • ২৪৪
Presentation

মনোজ কান্তি দেব,আন্তর্জাতিক ডেস্কঃ ২৮ ফেব্রুয়ারি ২০১৮ইং ত্রিপুরা রাজ্যের বিধান সভা নির্বাচন অনুষ্ঠিত হয়। বিপ্লব কুমার দেবের নেতৃত্বে বিজেপি ৬০টি আসনের মধ্যে সর্বমোট ৪৩টি আসন পায়। বিপ্লব কুমার দেব একটি আসনে বিশাল ব্যবধানে জয়লাভ করেন। বলা বাহুল্য, এ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিজেপি।

চাঁদপুর জেলার কচুয়া উপজেলার মেঘধাইর গ্রামের সন্তান হলেন বিপ্লব কুমার
দেব। মুক্তিযুদ্ধের সময় আরো অনেক সংখ্যালঘুর মতোই তাঁর বাবা-মা ত্রিপুরা
আসেন। তারপর থেকেই ত্রিপুরা রাজ্যের স্থায়ী বাসিন্দা এ পরিবারটি। কচুয়ায়
চাচা প্রাণধন দেব বর্তমান উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের
সভাপতি। আরো অনেক স্বজন এখনো কচুয়াসহ বাংলাদেশেই বসবাস করছেন।

কেন্দ্রীয় সরকারে থাকা বিজেপির সবচেয়ে “কনিষ্ঠ রাজ্যে’র” রাজ্য সভাপতি হয়ে ইতিমধ্যে
নিজদল ও বিরোধী দলগুলোর শ্রদ্ধাশীল হয়ে জনগণের আস্থাশীল হয়েছেন ত্রিপুরা
রাজ্য সভাপতি। সকলেই মনে করছেন, এর প্রভাব তাঁর নির্বাচনে জয়ী হওয়ার ক্ষেত্রে এগিয়ে দিয়েছে। যুব
নেতা বিপ্লব মাত্র দুই বছরের মাথায় ২৫ বছরের বাম শাসনের পতন ঘটিয়ে
দিয়েছেন। মুখ্যমন্ত্রী হিসেবে আলোচনায় অন্য অনেকের নাম থাকলেও, তুলনায়
এগিয়ে আছেন বিপ্লব দেব। ‘টক অব দ্যা পলিটিক্স’-এ ত্রিপুরার ভার তিনিই
পেতে যাচ্ছেন বলে বেশিরভাগ রাজনীতিজ্ঞ ও জনগন ধারনা করছেন।

‘আমি সবসময় দল ও মানুষের কল্যাণে যে কোন  দায়িত্ব নিতে প্রস্তুত। জনগণ
নির্বাচিত করেছেন প্রতিনিধি হিসেবে। দল যদি রাজ্যের দায়িত্ব দেয়, তা
শতভাগ পালনে আমি প্রতিজ্ঞাবদ্ধ বলে “প্রিয়আলো প্রতিনিধি”কে  জানান তিনি।
তিনি বলেন, ‘চাঁদপুর তথা বাংলাদেশ আমার রক্তে। আমার অনেক স্বজন বাংলাদেশে
আছেন। সকলের আশীর্বাদ আমার প্রেরণা।

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2023.
Site Customized By NewsTech.Com
x