1. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  2. m.editor.priyoalo@gmail.com : Farhadul Islam : Farhadul Islam
  3. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
  4. imran.vus@gmail.com : Sabana Akter : Sabana Akter
তৃতীয় বিশ্বযুদ্ধ ২০১৯ সালেই ! - প্রিয় আলো

তৃতীয় বিশ্বযুদ্ধ ২০১৯ সালেই !

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ নভেম্বর, ২০১৮
  • ২৪৭
10

তার দাবি, তিনি ভবিষ্যৎ থেকে এসেছেন। না খুব দূরের ভবিষ্যৎ নয়, পিলিপ নামের ওই যুবকের দাবি, তিনি জন্মেছেন ২০৪৩ সালে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম মিররের প্রতিবেদনে জানানো হয়েছে ফিলিপস নামের ওই যুবকের দাবি, তিনি একজন টাইম ট্রাভেলার। ২০৪৩ সালে তার জন্ম, আমাদের কাছে যা ভবিষ্যৎ। অথচ এটা নাকি তার কাছে অতীত! ফলে তিনি এমন কিছু ঘটনার সাল-তারিখ জানেন, যা আমাদের

পক্ষে জানা সম্ভব নয়। ফিলিপসের দাবি, ২০১৯ সালেই ঘটবে তৃতীয় বিশ্বযুদ্ধ! এবং তা ঘটবে ডোনাল্ড ট্রাম্পের মার্কিন যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার সংঘর্ষের মধ্যে দিয়ে। অবশ্য এ বিষয়ে তিনি কোনো প্রমাণ দেখাতে পারেননি। কিন্তু তার পরেও তিনি বলেছেন, অদূর ভবিষ্যতে পৃথিবীবাসীকে বিস্তর দুঃসময় পেরুতে হবে।

ফিলিপস নামের ওই ব্যক্তি জানিয়েছেন, ২০২০ সালেই এই যুদ্ধ শেষ হবে। এই যুদ্ধে ক্ষয়ক্ষতির পরিমাণ হবে বিপুল। কয়েক লাখ মানুষ এতে মারা যাবেন, এতে পারমাণবিক অস্ত্রও ব্যবহৃত হবে। কিন্তু কম সময়ের জন্য এই যুদ্ধ হওয়ায় শেষ পর্যন্ত সভ্যতা টিকে থাকবে।

তৃতীয় বিশ্বযুদ্ধের কাল্পনিক চিত্র

ফিলিপসের দাবি, ট্রাম্প এই যুদ্ধে জয়ী হবেন এবং দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় থাকবেন। ট্রাম্পের পরে মার্কিন প্রেসিডেন্ট হতে চেষ্টা করবেন অপরাহ্ উইনফ্রে। কিন্তু তিনি সফল হবেন না। বরং প্রেসিডেন্ট পদে দেখা যাবে মাইকেল ম্যাকিনটশ নামের এক ব্যক্তিকে। আর এই সময়েই মঙ্গল গ্রহে পা রাখবে মানুষ।

ফিলিপসের এই ভবিষ্যদ্বাণী নিয়ে সরব হয়েছে সোশ্যাল মিডিয়াও। অধিকাংশ মানুষ এই ভিডিও দেখে হেসেছেন, যা তা কমেন্ট করেছেন। কিন্তু মজার ব্যাপার হলো টাইম ট্রাভেল নিয়ে উৎসাহী মানুষেরা অনেকেই উৎসাহ দেখিয়েছেন ফিলিপসের বক্তব্যে।

ইউটিউবে ফিলিপসের ভিডিওকে নিয়ে হই-হুল্লোহ শুরু হয়েছে। কিন্তু কল্পবিজ্ঞানবাদীরা বিষয়টির মধ্যে খানিক সম্ভাবনার আঁচ পেয়েছেন এমন মন্তব্যও রয়েছে সামাজিক মাধ্যমে।

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2023.
Site Customized By NewsTech.Com
x